মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের সোপিয়ানে (Shopian) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত তিন লস্কর ই তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে এক জন অক্টোবরে কাশ্মীরি পণ্ডিত খুনে অভিযুক্ত ছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। অন্য এক জঙ্গির বিরুদ্ধে ছিল নেপালি নাগরিককে খুনের অভিযোগ।
#UPDATE | Shopian encounter: Three terrorists linked with proscribed terror outfit LeT killed. Identification being ascertained. Further details shall follow: Kashmir Zone Police
— ANI (@ANI) December 20, 2022
দুপক্ষের গুলির লড়াই
সোপিয়ানের মুঞ্জ মার্গ এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে এই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে দু'জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের এডিজিপি বিজয় কুমার। গোটা এলাকা নিরাপত্তারক্ষীরা মুড়ে রেখেছে। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা জানতে চলছে তল্লাশি। উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল সহ কয়েকটি অস্ত্র। উদ্ধার হয়েছে দুটি পিস্তলও।
আরও পড়ুন: আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে! ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
সেনার সাফল্য
গত ১৫ অক্টোবর সোপিয়ানে জঙ্গিদের গুলিতে খুন হয়ে যান কাশ্মীরি পণ্ডিত পূর্ণ কৃষ্ণন ভাট। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের চৌধুরী গুন্ড এলাকার ওই বাসিন্দা বাড়ি থেকে বের হবার পরেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাশ্মীর পুলিশ জানিয়েছে সেই ঘটনায় যুক্ত ছিল মঙ্গলবারের এনকাউন্টারে নিহত লস্কর জঙ্গি লাতিফ লোন (Lateef Lone)। অন্যজন অনন্তনাগের উমের নাজির নেপালের তিল বাহদুর থাপার খুনে অভিযুক্ত। এর আগে নভেম্বরেও লস্কর ই তৈবার বিরুদ্ধে বড় সাফল্য পায় কাশ্মীর পুলিশ। অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় লস্কর (Lashkar-e-Taiba) কমান্ডার মুখতার আহমেদ ভাট সহ তিন জঙ্গি। এদের বিরুদ্ধেও পুলিশ কর্মীকে হত্যা, পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ ছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours