মাধ্যম নিউজ ডেস্ক: নাশকতার বিরুদ্ধে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সেনার সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কুপওয়ারায় (Kupwara) খতম তিন লস্কর জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তপ্ত জম্মু–কাশ্মীর। উপত্যকার বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানোর সময় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এদিন গোপনসূত্রে খবর পেয়ে কাশ্মীরের কুপওয়ারায় যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনা।
আচমকাই জওয়ানদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে পাক সমর্থিত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতীয় সেনার গুলিতে খতম হয়েছে তিনি লস্কর জঙ্গি। এখনও বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সেনা সূত্রের খবর।
আরও পড়ুন: দেশের প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে আর্মি অ্যাভিয়েশন যোগ দিলেন অভিলাশা বারাক
নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, বলে জানান কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। পাক মদতপুষ্ট জঙ্গিরা এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা বাহিনী। এদিনের এনকাউন্টারে তেমনই একটি ছক বানচাল হল বলে মনে করছে কাশ্মীর পুলিশ।
প্রসঙ্গত, বুধবার রাতে বদগাম এলাকায় নিজের বাড়িতে লস্কর জঙ্গিদের হামলায় নিহত হন অমরীন ভট্ট (Amreen Bhat) নামে কাশ্মীরের এক অভিনেত্রী। হামলায় গুরুতর জখম হয়েছে অভিনেত্রীর নাবালক ভাইপো। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ উপত্যকার বহু রাজনৈতিক নেতা।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ বদগামের চদোরা এলাকায় অমরীনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গি। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ৩৫ বছরের অমরীন। তাঁর ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে উপস্থিত অমরীনের ১০ বছরের ভাইপোর হাতেও গুলি লেগেছে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অমরীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিনেত্রীর ভাইপোর সেখানে চিকিৎসা চলছে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি নেটমাধ্যমেও নিজের গানের ভিডিও আপলোড করতেন অমরীন। বদগামের ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন উপত্যকার বহু রাজনৈতিক নেতা। এই হামলার নিন্দা করেছেন বিজেপি নেতা আলতাফ ঠাকুর। একে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন তিনি।
এর একদিন আগেই শ্রীনগরে নিজের বাড়ির বাইরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন এক পুলিশকর্মী। হামলায় জখম হয়েছিল তাঁর সাত বছরের এক শিশুকন্যা। নিহত পুলিশ কর্মীর নাম সইফুল্লা কাদরি। শ্রীনগরের সৌরা এলাকায় তাঁর বাড়ি।
+ There are no comments
Add yours