মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হল ৭ আইটিবিপি জওয়ানের। ঘটেছে মঙ্গলবার সকালে পহলগাঁওতে৷ বাসটিতে ৩৯ জন জওয়ান ছিলেন। এর মধ্যে ৩৭ জন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি জওয়ান ছিলেন৷ বাকি ২ জওয়ান জম্মু-কাশ্মীর সশস্ত্র বাহিনীর।
#WATCH Bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel falls into riverbed in Pahalgam after its brakes reportedly failed, casualties feared#JammuAndKashmir pic.twitter.com/r66lQztfKu
— ANI (@ANI) August 16, 2022
কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার ডিউটি সেরে ফিরছিলেন ওই জওয়ানরা। বাসটি চন্দনওয়াড়ি থেকে পহেলগাঁও যাচ্ছিল। তখনই ফ্রিসলান-চন্দনওয়াড়ি রোড এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। প্রাথমিক তদন্তে অনুমান, বাসের ব্রেক ফেল করার ফলেই তা গিয়ে পড়ে নদীতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের দ্রুত উদ্ধার করা হয়।
In a road #accident near Chandanwari Pahalgam in #Anantnag district, 6 ITBP personnel got #martyred while as several others got injured, who are being #airlifted to Army hospital, Srinagar for treatment. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 16, 2022
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধার কাজে নামে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত ১৯টি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অল্প আহত ৩ জন জওয়ানের চিকিৎসা হয় জেলা হাসপাতালে। গুরুতর আহতদের এয়ার-লিফ্ট করে শ্রীনগরে সেনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন। সূত্রের খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
Anguished to learn about the accident of a bus carrying ITBP and police personnel in Pahalgam, J&K. My prayers and thoughts are with the bereaved families. The injured were rushed to the hospital. May they recover at the earliest.
— Amit Shah (@AmitShah) August 16, 2022
জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, ‘জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বাস দুর্ঘটনায় আইটিবিপি জওয়ানদের মৃত্যুর খবরে বেদনাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
+ There are no comments
Add yours