Cyber Attack: মুহম্মদ বিতর্কের জেরে এবারে ভারতের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটেও হামলা!

এই হ্যাকিং-এর পেছনে রয়েছে ড্রাগনফোর্স মালয়েশিয়ার হ্যাকিং গ্রুপ।
cyber
cyber

মাধ্যম নিউজ ডেস্ক:  এবারে মুহম্মদ বিতর্কের আঁচ এসে পৌঁছল ভারতের ওয়েবসাইটগুলোতেও। বিজেপি নেত্রী নুপূর শর্মার(Nupur Sharma) মুহম্মদ(Muhammad) বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের ওয়েবসাইটেও সাইবার অ্যাটাক শুরু হয়েছে। আল-কায়দার (Al-Quida) হুমকি পর্যন্তই থেমে থাকেনি, ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটেও হামলা করতে শুরু করে দিয়েছে হ্যাকাররা।

আরও পড়ুন: আল-কায়দার হুমকির জের, দেশজুড়ে হাই অ্যালার্ট জারি গোয়েন্দা সংস্থার

বিশেষজ্ঞেদের মতে, এই হ্যাকিং-এর পেছনে রয়েছে ড্রাগনফোর্স মালয়েশিয়ার (DragonForce Malaysia) হ্যাকিং গ্রুপ। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্টের (National Institute of Agriculture Extension Management)ওয়েবসাইট এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের (Indian Council of Agriculture Research) ই-পোর্টালেও হামলা করা হয়েছে। এতদিনে প্রায় ৭০টি ভারতীয় ওয়েবসাইটে সাইবার অ্যাটাক করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোও এই হ্যাকিং-এর হাত থেকে রেহাই পায়নি। দিল্লি পাবলিক স্কুল, বিভিন্ন কলেজের ওয়েবসাইটও ইতিমধ্যে হ্যাক করা হয়েছে। মহারাষ্ট্রের ৫০ টির বেশি ওয়েবসাইট নষ্ট করে দেওয়া হয়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ রবিবার ইজরায়েলের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটটি ঠিক করতে পারলেও  ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের ওয়েবসাইটটি এখনও ঠিক করা যায়নি।

অন্যদিকে, এই হ্যাকার গ্রুপটি সবার জন্য একটি অডিও ক্লিপে বার্তা দিয়েছে যে, “আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার।“ আবার এই গ্রুপটি বিশ্বব্যাপী সমস্ত হ্যাকার, সমস্ত মুসলিম হ্যাকারদের একজোট হয়ে ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন করার আহ্বান করেছেন।

আরও পড়ুন: 'নূপুরকে ক্ষমা করে দিন,' আবেদন জামাত উলেমা-ই-হিন্দের

একটি রিপোর্ট থেকে জানা যায়, ভারতের ওয়েবসাইটগুলি ৮ জুন থেকে ১২ জুনের মধ্যে হ্যাক করা হয়েছে। তাছাড়াও জানা যায়, এই হ্যাকিং গ্রুপটিতে প্রায় ১৩০০০ হাজারের বেশি সদস্য রয়েছে ও এরা ইতিমধ্যেই ভারতের কিছু ব্যাঙ্কের ওয়েবসাইটগুলোও হ্যাক করার চেষ্টা করেছে। আরও জানা যায়, ইসরায়েলি সাইটগুলো আক্রমণ করার মাধ্যমে তারা ইসরায়েলি কোম্পানির ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য এবং গোপনীয় ভিপিএন তথ্য ফাঁস করে দিয়েছে। আর তাই আরও সাইবার অ্যাটাক ভবিষ্যতেও হতে পারে, এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles