Chandrababu Naidu’s Roadshow: চন্দ্রবাবু নাইডুর রোড শোতে ড্রেনে পড়ে মৃত্যু ৮ জনের

শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় তেলেগু দেশম পার্টি ও তাদের নেতা চন্দ্রবাবু নাইডুর দায়িত্বজ্ঞানহীনতাই প্রমাণিত হয়েছে।  
Naidu_1
Naidu_1

মাধ্যম নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর রোড শোয়ে (Chandrababu Naidu's Roadshow) পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত আট জনের। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। আহত দশজনেরও বেশি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

বুধবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কান্দুকুরে রোড শো ছিল সেই রাজ্যের প্রাক্তন মুখ‌্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu's Roadshow)। বেশ কিছুদিন ধরেই এই রোড শো ঘিরে রাজ্যজুড়ে ছিল প্রবল উন্মাদনা। সকাল থেকেই প্রিয় নেতাকে দেখতে সমর্থকরা ভিড় করা শুরু করেছিলেন। অনুমান করা হচ্ছে, কর্মী-সমর্থকদের ধাক্কাধাক্কিতেই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কর্মসূচি পূর্বনির্ধারিতই ছিল। অন্ধ্রপ্রদেশের নেলোরে চন্দ্রবাবু নাইডুর রোড শোর অনুমতি দিয়েছিল পুলিশ। প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোডশোটি যাওয়ার সময় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই বহু মানুষ একটি ড্রেনে পড়ে যান। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তেলেগু দেশম পার্টি। চন্দ্রবাবু নাইডু কথা দিয়েছেন, যে সকল কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে তাঁদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে টিডিবি।    

মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজ্য জুড়ে রোড শো (Chandrababu Naidu's Roadshow) করছেন বিরোধী দলনেতা। শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপির কর্মীদের সংঘর্ষও হয়েছে বিভিন্ন এলাকায়। এমনকী গত ১৭ ডিসেম্বরে টিডিপি এবং ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের একটি সংঘর্ষে দুই দলের বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছিলেন। এবার চন্দ্রবাবু নাইডুর রোড শো- এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দলীয় সমর্থকদের অতি উৎসাহকে দায়ী করেছে জগন্মোহন সরকার।

কীভাবে দুর্ঘটনা? 

এদিন সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন টিডিপি সুপ্রিমো, ততক্ষণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে খবর, যতটা ভিড় হবে ভাবা হয়েছিল, তার থেকে মানুষের জমায়েত ছিল অনেক বেশি। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। ততক্ষণে হুডখোলা জিপে উঠে পড়েছেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu's Roadshow)। আচমকাই তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়! পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয় অন্তত ৮ জনের। হাসপাতালে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়েছে ৩ জনকে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকজন রীতিমতো আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের।

আরও পড়ুন: শহরে আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল 

প্রসঙ্গত, এর আগেও তেলেগু দেশম পার্টির সমর্থকদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। কোভিড লকডাউনের মধ্যেও নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে এবারের নিয়মভঙ্গের পরিণতি (Chandrababu Naidu's Roadshow) হল মর্মান্তিক। শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় তেলেগু দেশম পার্টি ও তাদের নেতা চন্দ্রবাবু নাইডুর দায়িত্বজ্ঞানহীনতাই প্রমাণিত হয়েছে।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles