Covid 19 Booster Dose: বিদেশ ভ্রমণে গেলে সময়ের আগেই মিলবে বুস্টার ডোজ, সুপারিশ কেন্দ্রীয় কমিটির

Covid 19: বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে প্রাথমিক এবং তৃতীয় টিকার মধ্যে ব্যবধান দীর্ঘ হলে মানুষের মধ্যে অর্জিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 
Booster_Jab
Booster_Jab

মাধ্যম নিউজ ডেস্ক: যদি আপনি বিদেশ ভ্রমণ করেন, তাহলে আপনি কোভিডের দ্বিতীয় ডোজের পরবর্তী নির্দিষ্ট সময়সীমা ৯ মাসের আগেই বুস্টার ডোজ নিতে পারেন। এই সপ্তাহের শুরুতে টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপের (NTAGI) বৈঠকে এমনই সুপারিশ করেছে কোভিড ১৯ (COVID-19) ওয়ার্কিং গ্রুপ । কিন্তু বাকিদের বুস্টার ডোজের ব্যবধান কমানোর বিষয়ে কোন সুপারিশ করা হয়নি।  

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে প্রাথমিক এবং তৃতীয় টিকার মধ্যে ব্যবধান দীর্ঘ হলে মানুষের মধ্যে অর্জিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। IMA-এর সহ সভাপতি ডাঃ রাজীব জয়দেবনের বক্তব্য, "একটি ডোজ নেওয়ার অল্প দিনের মধ্যেই দ্বিতীয় বা তৃতীয় ডোজটি নিলে তাতে কোন লাভ হয় হয় না। ওই সময় আপনি এমনিতেই সুরক্ষিত।"

দেশে বছরের শুরুতে, ১০ জানুয়ারি থেকে প্রথম সারির কর্মী, স্বাস্থ্য কর্মী এবং ৬০ বছরের বেশি বয়স্ক যারা কমোর্বিডিটিসে  আক্রান্তদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে, ১৬ মার্চ থেকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয় । পরে ১০ এপ্রিল ১৮ বছরের উর্দ্ধে সকলকে বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেয় কেন্দ্র সরকার।          

এখন, যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের ৯ মাস পূর্ণ হয়েছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সরকারি  তথ্য অনুসারে, ১৮ বছরের বেশি বয়সীদের ভারত সরকার বুস্টার ডোজ নেওয়ার অনুমতি দিলেও খুব কম সংখ্যক মানুষই টিকার তৃতীয় ডোজটি নিয়েছেন।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles