মাধ্যম নিউজ ডেস্ক: আমরা সাধারণত প্রাণী হত্যার অপরাধে মানুষের শাস্তি পাওয়ার ঘটনা এর আগে অনেকবারই শুনেছি। তবে এবারের ঘটনাটি একেবারেই উল্টো। মানুষের হত্যার অভিযোগে প্রাণীর শাস্তি, এমন ঘটনা সত্যিই বিরল।
অবিশ্বাস্য মনে হলেও, এমনই একটি ঘটনা ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে, যেখানে এক মহিলাকে গুঁতিয়ে খুনের অপরাধে একটি ভেড়াকে তিন বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
সুদানের আই রেডিও-এর (Eye Radio) খবর অনুযায়ী, ৪৫ বছরের অ্যাডিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যা করার ফলে প্রাণীটিকে পুলিশ থানায় নিয়ে যায়। অভিযুক্ত ভেড়াটি বারবার চ্যাপিংয়ের মাথায় আঘাত করেছিল এবং তাঁর পাঁজর ভেঙে দিয়েছিল, ফলে তখনই মহিলাটির মৃত্যু হয়।
এলিজাহ মাবো নামে এক পুলিশকর্মী সুদানের সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ভেড়াটি মহিলাটির পাঁজরে আঘাত করেছিল এবং তার সেখানেই মৃত্যু হয়।” তিনি আরও বলেন, “মালিক নির্দোষ এবং ভেড়াটি যে অপরাধ করেছে তা গ্রেফতারের যোগ্য। পরে মামলাটি স্থানীয় আদালতে পাঠানো হয়। সেখানেই ভেড়াটিকে দোষী সাব্যস্ত করা হয়।”
এদিকে দোষী সাব্যস্ত হওয়া ঘাতক ভেড়াটিকে এখন আগামী তিন বছর সামরিক ঘাঁটিতে কাটাতে হবে। ছাড়া পাওয়ার পর, তাকে তুলে দেওয়া হবে নিহতের পরিবারের হাতে। তবে এখানেই শেষ নয়, এর জল গড়িয়েছে অনেক দূর। ভেড়াটির কারাদণ্ডের পাশাপাশি ভেড়াটির মালিক ডুয়োনি মানয়াং ধল-কে (Duony Manyang Dhal) দিতে হয়েছে জরিমানা। ক্ষতিপূরণ বাবদ মৃতার পরিবারকে দিতে হয়েছে চ্যাপিংয়ের পাঁচটি গরু।
গতবছরও এমনই একটি বিরল ঘটনা দেখতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খামারে একটি ভেড়ার আক্রমণে মৃত্যু হয় এক ৭৩ বছর বয়সী মহিলা কিম টেলারের। ভেড়াটি তার উপর আক্রমণ করলে তিনি গুরুতর আহত হন এবং হৃদরোগে আক্রান্ত হন। ফলে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
+ There are no comments
Add yours