IB Recruitment 2022: ৭৬৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আইবির, জানুন বিস্তারিত

বিজ্ঞপ্তি জারির দিন থেকে ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। 
IB_Recruitment
IB_Recruitment

মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক শূন্য পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau Recruitment 2022)। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, সিকিওরিটি অ্যাসিসট্যান্ট, রাঁধুনি এবং কেয়ারটেকার। বিজ্ঞপ্তি জারির দিন থেকে আগামী ৬০ দিনের মধ্যে পদগুলিতে আবেদন করতে হবে। ৭৬৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে আইবি।

আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

আবেদনের শেষ তারিখ 

বিজ্ঞপ্তি জারির দিন থেকে ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। 

আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত 

শূন্য পদের সংখ্যা

৭৬৬

বেতন

অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১/ এগজিকিউটিভ (গ্রুপ- বি): ৪৬,৬০০-১৫১,১০০ টাকা। 

অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার- ২/ এগজিকিউটিভ: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। 

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১/  এগজিকিউটিভ: ২৯,২০০-৯২,৩০০ টাকা। 

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/  এগজিকিউটিভ: ২৫,৫০০- ৮১,১০০ টাকা।  

সিকিওরিটি অ্যাসিসট্যান্ট/  এগজিকিউটিভ: ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১ (মোটর ট্রান্সপোর্ট): ২৫,৫০০-৮১,১০০ টাকা। 

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২ (মোটর ট্রান্সপোর্ট): ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

রাঁধুনি: ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

কেয়ার টেকার: ২৯,২০০-৯২,৩০০ টাকা। 

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ টেক: ২৫,৫০০-৮১,১০০ টাকা। 

যোগ্যতা 

অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১ - এর ক্ষেত্রে প্রার্থীকে সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সিকিওরিটি বা ইন্টেলিজেন্সে কাজ করার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-২ - এর ক্ষেত্রে প্রার্থীকে সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সিকিওরিটি বা ইন্টেলিজেন্সে কাজ করার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে কোন পদে কী যোগ্যতা প্রয়োজন তা বিস্তারিত দেওয়া আছে। সেখানে গিয়ে দেখে নিতে পারেন। 

কী করে আবেদন করবেন?

প্রয়োজনীয় তথ্যের সঙ্গে আবেদনপত্রটি 'the Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021' - এই ঠিকানায় পাঠাতে হবে। 

  

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles