India-Pakistan Border: ভারত-পাক সীমান্তে সিধু মুসেওয়ালার গান বাজাল পাকিস্তানি সেনা, নেচে উঠলেন ভারতীয় জওয়ানরা

দেখুন সেই ভাইরাল ভিডিও...
Free_Press_J___2022_08_26T113123_061
Free_Press_J___2022_08_26T113123_061

মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) আর না থাকলেও তাঁর গান তো রয়েছেই কিন্তু এবারে তাঁর গানের তালে মিলেমিশে গিয়েছে দুই শত্রু দেশও। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, সিধু মুসেওয়ালার গান বাজছে ভারত-পাক সীমান্তে। শুধু তাই নয়, এর পাশাপাশি মুসেওয়ালার গানের তালে তালে কোমর দোলাচ্ছেন ভারতীয় ও পাক জওয়ানরা। আর এই ভিডিও শেয়ার করতেই ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে।

এর থেকেই বোঝা গেল সিধুর গান শুধুমাত্র ভারতেই জনপ্রিয় নয়, পাকিস্তানেও সিধুর গান তেমনভাবেই জনপ্রিয়। ভিডিওতে দেখা গিয়েছে, সীমান্তের ওপারে পাকিস্তান থেকে হঠাৎই সিধু মুসেওয়ালার জনপ্রিয় ‘বামবিহা বোলে’ (Bambiha Bole) গানটি ভেসে আসে। অন্যদিকে সেই গানের তালে পা মেলান ভারতীয় সেনারা। ইতিমধ্যেই এর ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন আইপিএস আধিকারিক এইচজিএস ঢালিওয়াল। আর ভারত-পাক সীমান্তের এই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, 'সীমান্ত পেরিয়ে বাজছে মুসেওয়ালার গান। ভেদাভেদ ঘুচিয়ে সংযোগ স্থাপন।'

আরও পড়ুন: মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নিয়ে উল্লাস খুনিদের, প্রকাশ্যে ভিডিও

২৯ সেকেন্ডের এই ভিডিও-র কমেন্ট সেকশনে হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ৩ লক্ষেরও উপর শেয়ার হয়েছে ভিডিওটি। কেউ কমেন্টে প্রয়াত গায়ক সিধুকে শ্রদ্ধা জানিয়েছেন। কেউ আবার ভারত-পাকিস্তানের সম্পর্কের কথা তুলে ধরেছেন। এক নেটিজেন লিখেছেন, সংগীতের এটিই সৌন্দর্য ও শক্তি যে দুটো দেশকে এক করেছে।

প্রসঙ্গত, সিধু মুসেওয়ালার হত্যার পর প্রায় তিন মাস কেটে গেছে। ২৯ মে ভারতের পাঞ্জাবের মানসায় প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় গুলি করে মারা হয় জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। তিন দিক থেকে গুলি চালানো হয় তার ওপর। ঘটনাস্থলেই মারা যান সিধু। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles