মাধ্যম নিউজ ডেস্ক: দেশে খেলাধূলার প্রসার হোক। তরুণ সমাজ খেলাধূলাকে গুরুত্ব দিক। ক্রীড়াক্ষেত্রে ভারতীয়রা সাফল্যের নজির পেশ করুক, এমনটাই আশা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এদিন ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সাম্প্রতিক সময়ে ভারত খেলাধূলায় নিজেদের অবদান রেখেছে। কমনওয়েলথে দুরন্ত পারফরম্যান্স করেছেন দেশের অ্যাথলিটরা। ক্রিকেট, ফুটবল সবক্ষেত্রেই নিজেদের দাপট দেখিয়েছে মেন-ইন ব্লু। মেয়েরাও পিছিয়ে নেই। দেশ ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে, বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
Greetings on National Sports Day and tributes to Major Dhyan Chand Ji on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022
The recent years have been great for sports. May this trend continue. May sports keep gaining popularity across India. pic.twitter.com/g04aqModJT
আজ, ২৯ অগাস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ভারতীয় কিংবদন্তীর স্মৃতিকে স্মরণ করে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস (Rashtriya Khel Divas) হিসেবে পালন করা হয়। ভারত সরকার ২০১২ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করে থাকে। এই দিনেই ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে রাষ্ট্রপতি অর্জুন,দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন। হকির জাদুকরকে সম্মান জানাতে কিছুদিন আগেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নামকরণ করা হয়েছে। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নাম বদলে নামকরণ করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। নিজের ট্যুইটারে সেই কথা জানিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।
আরও পড়ুন: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?
মেজর ধ্যানচাঁদ ১৯০৫ সালের ২৯শে অগাস্ট,উত্তর প্রদেশের ইলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতকে সোনার পদক এনে দিয়েছিলেন। ১৯৫৬ সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে মেজর হিসেবে অবসর নেওয়ার সময়, ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধি প্রদান করে। জাতীয় ক্রীড়া দিবসের প্রাথমিক উদ্দেশ্যই হল খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা। খেলাধূলার ক্ষেত্রে মানুষকে সচেতন করা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours