Spoon Swallow: মানুষের পেটের ভিতরে মিলল ৬৩টি চামচ! কীভাবে এল জানেন?

রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল...
94520583
94520583

মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের পেটের ভিতরে মিলল চামচ! একটা, দুটো নয়, ৬৩টি। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটের এক বেসরকারি হাসপাতালে। রবিবার ওই হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এক ব্যক্তির। ঘণ্টা দুয়েকের অস্ত্রোপচারে (Operation) বের করা হয় ৬৩টি মাথাবিহীন চামচ (Spoon)। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল (Stable)। কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।

আরও পড়ুন: নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই? 

উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুজাফফর (Muzaffarpur) জেলার বাসিন্দা বিজয় চৌহান ১৫ দিন আগে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হন। পরীক্ষানিরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পেটে ৬৩টি মাথাবিহীন চামচ রয়েছে বলে নিশ্চিত হন। তড়িঘড়ি অস্ত্রোপচার করে বের করা হয় চামচ। 

আরও পড়ুন: "স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য...", সাফ জানাল সুপ্রিম কোর্ট

হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষ জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত (Addicted) ছিলেন। নেশা ছাড়ানোর জন্য পরিবার তাঁকে নেশামুক্তি কেন্দ্রে (Drug De-addiction Center) ভর্তি করেছিল। গত সাত মাস ধরে ভর্তি ছিলেন তিনি। ওই ব্যক্তির পেটে কীভাবে এই মাথাবিহীন চামচগুলি এল, তার সদুত্তর দিতে পারেননি নেশামুক্তি কেন্দ্রের কর্তারা।

আরও পড়ুন: হিন্দু নেতাদের হত্যা থেকে হাওয়ালা কারবার! কী কী করত পিএফআই, জানেন? 

তবে হাসপাতালের এক চিকিৎসক (Doctor) জানান, রোগী একবার বলেছিলেন যে নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা জোর করে চামচ গিলতে বাধ্য করেছিলেন তাঁকে। তবে ফের রোগীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, স্বেচ্ছায় চামচ গিলেছেন তিনি।

আরও পড়ুন: দ্বিগ্বিজয়, কমল নাথ না গেহলট! কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী থারুরের প্রতিদ্বন্দ্বী কে? 

রোগীর পরিবারেরও দাবি, নেশামুক্তি কেন্দ্রের কর্মীরাই রোগীকে জোর করে চামচ খেতে বাধ্য করেছিলেন। যদিও তাঁরা এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles