মাধ্যম নিউজ ডেস্ক: নয়ের দশকের ছেলেমেয়েদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে ৩০ বছরের পুরনো কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network)। ৯০'- স এর ছেলেমেয়েদের কাছে কার্টুন নেটওয়ার্ক মানে একটা নস্টালজিয়া। ড্রইং রুমে ধারাবাহিকের কচকচানি শোনার ফ্যান্টাসি ছিল না তাঁদের। অমোঘ আকর্ষণ ছিল কার্টুন নেটওয়ার্কের প্রতি। মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল মঙ্গলবার। ৩০ বছর পর কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স কিনে নিচ্ছে চ্যানেল। এই খবর জানাজানি হতেই নেটদুনিয়া ছেয়ে গিয়েছিল হৃদয়বিদারক পোস্টে। যেন প্রিয় বন্ধুকে সমাধিস্থ করা হচ্ছে, এমন ভাবেই একটি চ্যানেলকে বিদায় জানিয়েছেন বিশ্ববাসী। তাঁরা বেশির ভাগই নব্বইয়ের দশকের শিশু। যাঁরা আজও কোন সময় কোন কার্টুন হত, মুখস্থ বলে দিতে পারবেন, গল্পসমেত।এত দিনের নস্টালজিয়া, ছোটবেলা জড়িয়ে যেখানে, তার হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।
[tw]
#RIPCartoonNetwork #theoneandonly #BELOVED
— Blablara H (@Lico_JTJ) October 14, 2022
Cartoon Network is my whole world
My belief and everything that construct me pic.twitter.com/t9cBCDCPLT
[/tw]
সেই পরিস্থতিতে কার্টুন নেটওয়ার্ক-এর তরফে টুইট করা হল শনিবার, “তোমাদের সবাইকে বলছি, আমরা মরিনি। আমরা শুধু ৩০ বছর পূর্ণ করলাম। অনুরাগীদের বলছি, আমরা কোথাও যাচ্ছি না। যেমন ছিলাম তেমনই তোমাদের বাড়িতে থাকব। তোমাদের ভালবাসায় আরও কিছু উদ্ভাবনী কার্টুন নিয়ে আসব।”
[tw]
Y’all we're not dead, we're just turning 30 😂
— Cartoon Network (@cartoonnetwork) October 14, 2022
To our fans: We're not going anywhere. We have been and will always be your home for beloved, innovative cartoons ⬛️⬜️ More to come soon!#CartoonNetwork #CN30 #30andthriving #CartoonNetworkStudios #FridayFeeling #FridayVibes
[/tw]
অন্য দিকে, ওয়ার্নার ব্রাদার্স (Warner Bros) কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি অধিগ্রহণ করার পরই ২৬ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। অধিগ্রহণ করার বিশদ বিবরণ কিংবা, এটি কী ভাবে আগামী দিনে কার্টুন নেটওয়ার্ক-এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, তা এখনও জানা যায়নি।
কার্টুন নেটওয়ার্কের (Cartoon Network) তরফ থেকে ট্যুইট আসার পর ভক্তদের মনে কিছুটা স্বস্তি এনেছে। একজন সোস্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন দয়া করে পুরোনো কার্টুন শো গুলি রাখবেন বাচ্চাদের ক্লাসিক শো গুলির দেখার সুযোগ করে দেবেন। আবার আরেকজন লিখেছেন, ক্লাসিকের দোহাই দিয়ে বাচ্চাদের নতুন শো থেকে বঞ্চিত করা উচিত নয়।
[tw]
To everyone at cartoon network, thank you for 30 years of great storytelling and characters.
— Kren (@KrensThighHighs) October 12, 2022
You will be missed, RIP Cartoon Network.#FireDavidZaslav pic.twitter.com/bPARfyty61
[/tw]
প্রসঙ্গত ১৯৯২ সালে টেড টার্নার কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) চ্যানেলটির প্রতিষ্ঠা করেছিলেন। এই চ্যানেলটির সবচেয়ে পুরনো কার্টুন শোয়ের নাম ছিল দ্যা মস্কি শো (The Moxy Show)।
+ There are no comments
Add yours