মাধ্যম নিউজ ডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের তুলনায় পাকিস্তানীদের আগ্রহ বেশি ছিল। কারণ প্রোটিয়া হারলেই পাকিস্তানের সুবিধা হয়ে যেত। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কন্টকমুক্ত হত। কিন্তু হতাশই হতে হল পাক সমর্থকদের। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৩৩/৯। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৭/৫ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার। শেষ ওভারে নাটক জমে ওঠে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ৬ রান। ভুবনেশ্বরের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে ১ রান নেন পার্নেল। তৃতীয় বল মিলারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। চতুর্থ বল বাউন্ডারি হাঁকিকে দলকে কাঙ্খিত জয় এনে দেন মিলার।
লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেলদের দাপটে দক্ষিণ আফ্রিকার সামনে এদিন বড় রানের টার্গেট রাখতে পারেনি ভারত। যদিও কম রানের পুঁজি নিয়ে লড়াই করে গেলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপরা। ভারতীয় বোলারদের দাপটে বেসামাল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। অর্শদীপ প্রথম বলেই ফিরিয়ে দেন কুইন্টন ডিকককে (১)। ১ বল পরেই ফেরান রিলে রুসোকে (০)। অর্শদীপের বল তাঁর ভেতরের পায়ে লাগলেও আম্পায়ার আউট দেননি। পরে দীনেশ কার্তিকের পরামর্শে ডিআরএস নেন রোহিত। রিভিউয়ের সিদ্ধান্তে আউট হন। এরপর বাভুমাকে (১৫ হলে ১০) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন সামি।
অশ্বিনের বলে একবার মার্করামের সহজ ক্যাচ ফেলেন বিরাট কোহলি। সহজ রান আউট রোহিত মিস করায় আরও একবার জীবন পান মার্করাম। শেষ পর্যন্ত ১৬ তম ওভারে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তাঁর বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। ৪১ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলের চাপ কাটিয়ে দেন। তাঁর ও ডেভিড মিলারের ৭৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে জয়ের দিকে এগিয়ে দেয়।
[tw]
From 4⃣9⃣/5⃣, #TeamIndia came back strong to set a target of 1️⃣3️⃣4️⃣, and pulled the game to the very end with the ball. 👏
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 30, 2022
🇮🇳 brought the fight, but 🇿🇦 were the better team on the day. 🤝#PlayBold #INDvSA #T20WorldCup pic.twitter.com/INNi1D5s91
[/tw]
ট্রিস্টান স্টাবস (৬) অশ্বিনের বলে আউট হলেও দক্ষিণ আফ্রিকার জয় আটকায়নি। ২ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন ডেভিড মিলার। ৪৬ বলে ৫৯ রান করে তিনি অপরাজিত থাকেন। ২৫ রানে ২ উইকেট নেন অর্শদীপ। দুরন্ত বোলিং করে ১৩ রানে ১ উইকেট নেন সামি। টস জিতে ব্যাট করতে নেমে ভারতও এদিন শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন লুঙ্গি এনগিডি। প্রথমে তুলে নেন রোহিত শর্মাকে (১৪ বলে ১৬)। ৪ বল পরেই ফেরান লোকেশ রাহুলকে (১৪ বলে ৯)। এনগিডির বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটানোর চেষ্টা করছিলেন কোহলি। শেষ পর্যন্ত বাজিমাত করে যান এনগিডিই। তাঁর শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে লং লেগে রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (১১ বলে ১২)। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দল বিপর্যয়ে। অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে আসা দীপক হুডা (০) সুযোগ কাজে লাগাতে পারেননি। পরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে (৩ বলে ২) তুলে নিয়ে ভারতের বাটিংকে কফিনবন্দি করে দেন এনগিডি।
হার্দিক আউট হওয়ার পর ভারতে টেনে নিয়ে যায় সূর্যকুমার যাদব। চাপের মুখে দুরন্ত ব্যাটিং সূর্যকুমারের। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ। দীনেশ কার্তিক (১৫ বলে ৬) ব্যর্থ। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৮ রান করে আউট হন সূর্যকুমার। ২৯ রানে ৪ উইকেট নেন এনগিডি। ১৫ রানে ৩ উইকেট পার্নেলের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours