মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে ফের নতুন সংকট! ৪৪ বিলিয়ন ডলার দিয়ে ট্যুইটার কেনার পর থেকেই একের পর এক নয়া সিদ্ধান্তের ঘোষণা করছে ইলন মাস্ক (Elon Musk)। আর এসব সিদ্ধান্তের জেরে একাধিক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে টেসলা কর্তা-কে। সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতিতে আরও অর্থ জেনারেট করতে না পারলে দেউলিয়া হতে পারে কোম্পানি, বৃহস্পতিবার (১১ নভেম্বর) এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। ইতিমধ্যেই দুই সপ্তাহে ট্যুইটারের দায়িত্ব নিতেই অর্ধেক কর্মী ছাঁটাই করে ফেলেছেন তিনি। এবার ফের তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করে কর্মীদের জন্য আরও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ইলন (Elon Musk)।
ঋণের বোঝা ট্যুইটারের উপর
আবার ট্যুইটারের গণছাঁটাইয়ের পরিস্থিতি দেখে অনেক ট্যুইটারের দুই উচ্চপদস্থ কর্তা স্বেচ্ছায় ট্যুইটার থেকে পদত্যাগ করেছেন। যার মধ্যে আছেন এক্সিকিউটিভ ইয়োয়েল রোথ, রবিন হুইলার। কিন্তু মাস্ক তাঁকে কোম্পানিতে কাজ করার জন্য পরে রাজি করেছেন। মাস্কের (Elon Musk) কোম্পানিকে প্রায় ১৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছেন, যা এখন সাতটি ওয়াল স্ট্রিট ব্যাংকের হাতে রয়েছে। কোম্পানির প্রতি আস্থা এতটাই কমে গেছে যে, ব্লুমবার্গ নিউজ জানিয়েছে যে, মাস্কের দেউলিয়া হওয়ার মন্তব্যের আগেও কিছু তহবিল ডলারে ৬০ সেন্টের মতো ঋণ কেনার প্রস্তাব দিয়েছিল। সাধারণত এই অফারটি আর্থিক সংকটে বলে মনে করা কোম্পানিগুলির জন্য তৈরি করা হয়।
আরও পড়ুন: ভারতের প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করল ট্যুইটার
কর্মীদের উপর একাধিক নিষেধাজ্ঞা
এরপরেই মাস্ক (Elon Musk) তাঁর বক্তব্যে এই কোম্পানির দেউলিয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ও বেশ কিছু সতর্কতা জারি করেছেন। তিনি জানিয়েছেন, কর্মীদের সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে, বিনামূল্যে খাবার দেওয়া আর হবে না এবং বাড়ি থেকে কাজ করার প্রক্রিয়াটি বন্ধ করতে হবে। অর্থাৎ যেসকল কর্মীরা বাড়ি থেকে কাজ (work from home) করার সুযোগ পেতেন, তাঁদেরকেও অফিসে আসতে হবে। কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন। আবার কর্মীদের রীতিমতো হুঁশিয়ারির সুরে ইলন মেলে লিখেছেন, “আপনারা যদি অফিসে ফিরে আসতে না চান, তবে আপনাদের ইস্তফাপত্র আমি গ্রহণ করছি।”
এরপর ইলন (Elon Musk) আরও জানিয়েছেন, কোম্পানির প্রয়োজনের ভিত্তিতে ট্যুইটার ব্লু-টিকের পরিষেবা দ্রুত শুরু করতে হবে। এই পরিস্থিতিতে আরও অর্থ উপার্জন করা প্রয়োজন বলে মনে করছেন ট্যুইটার-কর্তা। ফলে কীভাবে কোম্পানির এই পরিস্থিতির মধ্যে ইলন মাস্ক ফের ট্যুইটারকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, সেটিই এখন দেখার অপেক্ষায়।
+ There are no comments
Add yours