মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের পঞ্চম দিনে রোনাল্ডো, নেইমারকে দেখতে বৃহস্পতিবার টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবল প্রেমীরা। রোনাল্ডো গোল করলেও যাদু ছিল না তাঁর এদিনের খেলায়। সহজ গোলের সুযোগও নষ্ট করেন রোনাল্ডো। নেমার গোল পাননি। কিন্তু তাঁর খেলা নজর কাড়ে। তবে এদিন ব্রাজিল-সার্বিয়ার খেলায় বাইসাইকেল কিকে হলুদ-সবুজ জার্সিধারী রিচার্লিসনের গোল বুঝিয়ে দিল কাতার বিশ্বকাপে নয়া তারকা এসে গিয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল।
নেইমারের চোট
এদিন ব্রাজিল দলকে চালনা করছিলেন নেইমারই। প্লে অ্যাক্টিংয়ের চিহ্ন ছিল না কোথাও। দু’টি গোলের ক্ষেত্রে সরাসরি না হলেও ভূমিকা ছিল নেইমারের। ৬২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোল বুঝিয়ে দেয় ব্রাজিলের ফুটবল দেখতে এখনও কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা। সহজেই ম্যাচ জেতে ব্রাজিল। তবে নেইমারের চোট শঙ্কায় রাখল ভক্তদের। চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ ট্যাকেল করেন নেইমারকে। গোড়ালিতে চোট পান নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলের অধিনায়ককে। এমন অবস্থায় বাকি বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে কি না সেই আশঙ্কায় রয়েছেন সমর্থকরা। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার।
আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা
রোনাল্ডোর রেকর্ড
নিজে গোল করলেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। কিন্তু রোনাল্ডো পারলেন। তাঁর গোলেই প্রথমে এগোল পর্তুগাল। ঘানা সমতা ফেরালেও ধরে রাখতে পারল না। তিন মিনিটের ব্যবধানে পর পর দু’গোল করে এগিয়ে যায় পর্তুগাল। গোল শোধ করার অনেক চেষ্টা করে ঘানা। একটা শোধ করলেও টান টান ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ে পর্তুগাল। এদিন গোল করার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের পঞ্চম এবং খুব সম্ভবত শেষ বিশ্বকাপে অনবদ্য রেকর্ড গড়ে ফেলেন রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন শুধুমাত্র রোনাল্ডোর ঝুলিতে। গ্রুপ এইচ থেকে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী ফার্নান্দো স্যান্টোসের দল।
এদিন গ্রুপ-জি থেকে যাত্রা শুরু করে সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। ব্রেল এমবোলোর একমাত্র গোলে জেতে সুইৎজারল্যান্ড। যদিও গোলের পর সেলিব্রেশন করেননি এমবোলো। ক্যামেরুনে জন্ম তাঁর। ফুটবলে পরিচিতি দিয়েছে সুইৎজারল্যান্ড। জন্মভূমির বিরুদ্ধে গোল করে তাই সেলিব্রেশন থেকে বিরত রইলেন ফুটবলার। গ্রুপ-এইচ থেকে কাপ যাত্রা শুরু করল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়।
গতকালের ম্যাচের ফলাফল:
সুইৎজারল্যান্ড ১ : ক্যামেরুন ০
উরুগুয়ে ০ : দক্ষিণ কোরিয়া ০
পর্তুগাল ৩ : ঘানা ২
ব্রাজিল ২: সার্বিয়া ০
আজকের ম্যাচ:
ওয়েলস্ বনাম ইরান (গ্রুপ বি) (দুপুর সাড়ে ৩টে)
কাতার বনাম সেনেগাল (গ্রুপ এ) (সন্ধ্যা সাড়ে ৬টা)
নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর (গ্রুপ এ) (রাত সাড়ে ৯টা)
ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি) (রাত সাড়ে ১২টা)
+ There are no comments
Add yours