FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

জাপানের মুখোমুখি গতবারের রানার্স ক্রোয়েশিয়া
skysports-brazil-switzerland_5980786
skysports-brazil-switzerland_5980786

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রি কোয়ার্টার (FIFA WC) ফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এশিয়ার দেশটি। স্বভাবতই দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা চনমনে। উল্টোদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও কিছুটা চাপে তিতের ব্রাজিল। আসলে গ্রুপের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল কামেরুনের কাছে। স্বভাবতই ব্রাজিল কোচ সাবধানী ও সতর্ক। তবে কয়েক মাস আগে এই দক্ষিণ কোরিয়াকে পাঁচ গোলে হারিয়েছিল সেলেকাওরা। জোড়া গোল উপহার দিয়েছিলেন নেইমার। কিন্তু সেটা ছিল প্রীতি ম্যাচ। আর এটা বিশ্বকাপ (FIFA WC)। তাই লড়াইয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব ভিন্ন। ব্রাজিল দলে রয়েছে একাধিক চোট সমস্যা। তবে নেইমার সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার কোরিয়ার বিরুদ্ধে তিনি হয়তো শুরু থেকে খেলবেন। আর ব্রাজিলের গোল করার লোকের অভাব কিছুটা মিটতে পারে।

আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

কালো ঘোড়া জাপান

এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলি ভালো পারফর্ম করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান। দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে জাপান। এবারের বিশ্বকাপের কালো ঘোড়া জাপান। গ্রুপের লড়াইয়ে তারা জার্মানি, স্পেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শেষ করেছে গ্রুপ শীর্ষে। ফলে গতবারের রানার্স ক্রোয়েশিয়া, কিছুটা হলেও চাপে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে শেষ দুবার জিতেছে ক্রোয়েশিয়া।  তবে এবার পরিসংখ্যান বদল হতে পারে। সামুরাই এর দেশ কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার প্রবল দাবিদার। গতি জাপানের বড় ভরসা। উল্টোদিকে ক্রোয়েশিয়া এবারও সেমি ফাইনালের দাবিদার। তবে তাদের টপকাতে হবে জাপানের বাধা। লুক মড রিচের মতো অভিজ্ঞ ফুটবলার ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ।

গতকালের ম্যাচের ফলাফল:

ফ্রান্স ৩ : পোল্যান্ড ১

ইংল্যান্ড ৩ : সেনেগাল ০

আজকের ম্যাচ:

জাপান-ক্রোয়েশিয়া (রাত সাড়ে ৮টা)

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া (রাত সাড়ে ১২টা)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles