Himachal Pradesh New CM: জল্পনার অবসান! হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু

Himachal Pradesh New CM: হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম চূড়ান্ত হওয়ার পরই কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে।
Sukhwinder_Singh_Sukhu
Sukhwinder_Singh_Sukhu

মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর নতুন মুখ কে হবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক নাম ঘোরাফেরা করছিল দলের অন্দরে। আজ, সন্ধ্যায় সেই নামই অবশেষে ঘোষণা করা হল। হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) হচ্ছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। কংগ্রেস হাইকমান্ডের (Congress high command) তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূ্ত্র মারফত। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। সুখবিন্দর সিং সুখুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ার খবর পেতেই উ‍ৎসবে মেতে উঠেছেন তাঁর অনুগামীরা।

হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে তিন বারের বিধায়ককেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর (Himachal Pradesh New CM) সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুর নাম অনুমোদন পেয়েছে কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে। অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনার (discussion) পর শনিবার সন্ধ্যাতেই তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলেও জানা গেছে সূত্র মারফত। আবার জানা গিয়েছে, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংকে বড় দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: হিমাচলে মুখ্য়মন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশে ৪০ আসনে জিতেছে কংগ্রেস। শুক্রবারই মুখ্যমন্ত্রী বেছে নিতে সিমলায় নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভূপেশ বাঘেল-রাজীব শুক্লারা। আরও জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গান্ধী পরিবারের সঙ্গে আলোচনা করেই সুখুর নাম অনুমোদন করা হয়েছে ও এই চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়েছে।

উল্লেখ্য, এ বারের নির্বাচনে সুখু (Himachal Pradesh New CM) নাদৌন থেকে লড়েছিলেন। তিনি নাদৌনের বিধায়ক হওয়ার পাশাপাশি পাহাড়ি রাজ্যে বেশ কয়েকটি সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকাল, রবিবারই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) পদে শপথ নিতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিক্ষোভ প্রতিভার অনুগামীদের

সূত্রের খবর অনুযায়ী, হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরই কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভার অনুগামীরা বিক্ষোভে নেমেছেন। কারণ জয় আসার পরে মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবিদার হিসাবে মুখ খুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিও ছিলেন। তবে তাঁর জায়গায় সুখুকে অনুমোদন দেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles