West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

West Bengal Weather: একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ।
kolkata_weather
kolkata_weather

মাধ্যম নিউজ ডেস্ক: শহরবাসীর জন্য সুখবর। অবশেষে কলকাতায় জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পৌষ মাসের শুরুতেই শুরু হল পারদ পতন। আজ এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। পারদ নামল ১৪-এর ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাজ্যে বাড়ল শীতের আমেজ (West Bengal Weather)।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। একদিনের মধ্যে তাপমাত্রা কমল ২ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা কমে দাঁড়াল ১৪.৫ ডিগ্রিতে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। পৌষ মাস পড়তেই পারদ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather)।

আরও পড়ুন: সপ্তাহান্তে পারদপতন শহরে, জেলাতেও জাঁকিয়ে শীত

জেলার আবহাওয়া

জেলায় জেলায় পারদ পতন জারি। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু মানুষ। পারদ পতনের এই ধারা আগামী কয়েকদিন জারি থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে (West Bengal Weather)।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি (West Bengal Weather)।

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক, পরিস্কার আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে, সূত্রের খবর। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই নামছে পারদ। ফলে আগামী পাঁচদিন এই পারদ পতনের ধারা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles