West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে বসেছে কনকনে শীত, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে!

West Bengal Weather: আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
weather
weather

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গেল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকালের থেকেও আজ তাপমাত্রা কমেছে। ফলে কার্যত আদর্শ ‘উইন্টার উইনএন্ড’ বলা যেতেই পারে। জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। আগামী কয়েকদিন আরও পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু আগামী ২-৩দিন পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (West Bengal Weather)।

কলকাতায় মরশুমের শীতলতম দিন

গতকাল তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামলে বলা হয়েছিল শীতলতম দিন। কিন্তু আজ আরও পারদ পতন হয়ে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম আছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ফলে শহর কলকাতায় জাঁকিয়ে বসেছে শীত। সারাদিন বজায় থাকবে হিমেল হাওয়ার পরশ (West Bengal Weather)।

পশ্চিমবঙ্গের উপর এখন জোরালো উত্তর-পশ্চিম বাতাস আছে। তার জেরে রাজ্যে চড়চড় করে তাপমাত্রা কমছে। আগামী এক থেকে দু'দিন এরকম তাপমাত্রা থাকবে। জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।

জেলার আবহাওয়া

জেলায় জেলায় পারদ পতনের ধারা জারি। জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের জেলায় দশের নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা। কোনও কোনও জেলায় তাপমাত্রা এখনই ৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড় ছিল শীতলতম জায়গা। সকালে সেখানকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও নেমেছে পারদ। সেখানে সকালে তাপমাত্রা ছিল ১১.৯। পুরুলিয়াতেও তাপমাত্রা নামে। সকালে তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলাই। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচদিন। উত্তরবঙ্গের নীচের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমবে। উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের দু'এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে (West Bengal Weather)।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত কনকনে শীতের আমেজ বজায় থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার (West Bengal Weather)।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles