মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল সাড়ে তিন ডিগ্রিরও বেশি। কিন্তু আজ ফের তাপমাত্রা সামান্য কমল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে ফের শীতের দাপুটে স্পেল শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষেই বড়দিন। তার আগে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে শীত না পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আর উত্তুরে হাওয়ার প্রভাব কমবে তার ফলেই চড়বে পারদ (West Bengal Weather)।
কলকাতার আবহাওয়া
শহরে পারদ ওঠা-নামা জারি রয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন (West Bengal Weather)।
ঘূর্ণাবর্তের ফলে চড়বে পারদ
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় শহরবাসীর শীত উপভোগ করা হবে না বড়দিনে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। ফলে শুক্রবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে (West Bengal Weather)।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ভালোই শীত পড়েছে। ঘন কুয়াশাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে (West Bengal Weather)।
দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিস্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।
+ There are no comments
Add yours