মাধ্যম নিউজ ডেস্ক: ছাড় নেই কারোরই। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলকে (Taj Mahal) দিতে হবে আবাসন কর। অবাক লাগছে? বিশ্বাস হচ্ছে না? কিন্তু সত্যিই এমনটা ঘটেছে। তাজমহল কর্তৃপক্ষকে বকেয়া করের নোটিস ধরিয়েছে ভারত সরকার। তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। সম্পত্তি কর বাকি, জলের কর বকেয়া, এই মর্মে নোটিস ধরানো হল তাজমহল ও আগ্রা ফোর্টকে। যোগী সরকারের বিভিন্ন দফতর বিভিন্ন ইস্যুতে বকেয়া বিল ধরিয়েছে ওই দুই স্থানকে।
কী ঘটেছে?
তাজমহলের (Taj Mahal) আবাসন কর জমা দেওয়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভাগকে নোটিশ পাঠিয়েছে আগ্রা পৌরনিগম। এএসআইকে ১৫ দিনের মধ্যে সেই কর জমা দিতে বলা হয়েছে। নোটিশ দেখে বিস্মিত এএসআই আধিকারিকরা। প্রথমবার এমন নোটিস পেলেন তাঁরা। এ ব্যাপারে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছেন এএসআই অফিসাররা৷
বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত তাজমহল। সেই তাজমহলের (Taj Mahal) জন্য গত ৩৭০ বছরে প্রথমবার এমন নোটিস পেল আইএসআই। গত ২৫ নভেম্বর এমন নোটিস জারি করেছে আগ্রা পৌরনিগম। কিন্তু সেই নোটিশ সম্প্রতি এএসআই-এর হাতে এসেছে। এর সঙ্গে যমুনার ওপারে অবস্থিত ইতমাদ-উদ-দৌলার জন্যও আবাসন করের নোটিশ দেওয়া হয়েছে। এএসআই- এর এক আধিকারিক বলেন, "ব্রিটিশ শাসনকালের সময় থেকে স্মৃতিসৌধের আবাসন কর নেওয়া হয়নি। সেই কারণে পৌরনিগমের এই নোটিসে আধিকারিকরাও বিস্মিত।" পৌরনিগমের জারি করা নোটিস অনুসারে, ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত, জমির কর বকেয়া ৮৮,৭৮৪ টাকা এবং এর উপর ৪৭,৯৪৩ টাকা সুদ রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই আবাসন কর দেখানো হয়েছে ১১,০৯৪ টাকা । তাজমহলের জন্য মোট ১,৪৭,৮২৬ টাকা আবাসন কর দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: সাত দিনের পুলিশি হেফাজত অনুব্রতর, আটকে গেল দিল্লি যাত্রা, বৈঠকে ইডি
এএসআই-এর সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার সরকার বলেন, "বিশ্ব ঐতিহ্য তাজমহল (Taj Mahal) এবং ইতমাদ-উদ-দৌলা স্মৃতিসৌধের আবাসন কর জমা দেওয়ার জন্য পৌরনিগমের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে। আগ্রায় তাজমহল-সহ সমস্ত স্মৃতি সৌধ দেখাশোনা করে এএসআই। যদিও এই স্মৃতিস্তম্ভগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে।" সহকারী পৌর কমিশনার সরিতা সিং জানান, সাই কনস্ট্রাকশন কোম্পানি স্যাটেলাইট ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে হাউস ট্যাক্সের জন্য জরিপ করেছিল। তার ভিত্তিতে নোটিস জারি করা হয়েছে। কোম্পানিটি জরিপেও অনেক ভুল করেছে, যার কারণে নোটিসও পাঠানো হয়েছে ভুল ভাবে। এ নিয়েও প্রশ্ন উঠেছে। এখন যা ভুল হয়েছে কোম্পানিটির, সেগুলি সংশোধন করা হচ্ছে এবং এর তদন্ত করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours