Vande Bharat Express: মালদার পর এবার নিউ জলপাইগুড়ি! ইটবৃষ্টি বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্কে যাত্রীরা

এদিনের ঘটনাতেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে এফআইআর দায়ের করেছে নর্থ রেল ফ্রন্টিয়ার।
vande_bharat_express
vande_bharat_express

মাধ্যম নিউজ ডেস্ক: দিন ঘুরতে না ঘুরতেই ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। মালদার পর এবার নিউ জলপাইগুড়ি। গত ২৪ ঘণ্টার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে দুবার পাথর ছোঁড়া হল। জনসাধারণের জন্য যাত্রা শুরুর তিন দিনের মধ্যেই পরপর দুবার হামলার মুখে পড়ল দেশের গর্ব এই ট্রেন।

এবার ইটবৃষ্টি

মঙ্গলবার নিউ জলপাইগুড়ি ঢোকার মুখে দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের উপর আছড়ে পরে ইটবৃষ্টি।  যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। জানলার কাচে চিড় ধরতেও দেখা গেছে। পরপর আক্রমণে, স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ যাত্রীরা। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে রেল। ঘটনায় হাওড়া স্টেশনে নেমে যাত্রীদের অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে বড়সড় প্রশ্নের মুখে সেমি হাইস্পিড ট্রেনের যাত্রী সুরক্ষা। কেন বার বার এই হামলা উঠছে প্রশ্ন। এদিনের ঘটনাতেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে এফআইআর দায়ের করেছে নর্থ রেল ফ্রন্টিয়ার। তদন্ত করে দেখবে কাটিহার ডিভিশনে তৈরি কমিটি।

আরও পড়ুন: গুজরাট-পাকিস্তান সীমান্তে স্থায়ী বাঙ্কার তৈরি করতে চলেছে ভারত

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মালদা জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ। পূর্ব রেল কর্তৃপক্ষ জানান, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাতের অন্ধকারের পর এবার দিনদুপুরেই বন্দে ভারত লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে কারশেড এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ।  কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা বার বার ঘটাচ্ছে তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক বিরোধী দুই দলেরই দাবি পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছএন, রাজ্যকে বদনাম করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমীল সরকার। তিনি উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles