Pakistan Drone: পাঞ্জাব সীমান্তে ১ কেজি মাদক-সহ পাকিস্তানি ড্রোন বাজেয়াপ্ত

বিএসএফের গুলিতে নিহত সশস্ত্র পাক অনুপ্রবেশকারী...
drone-_sep25
drone-_sep25

মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতীয় সীমান্তে পাকিস্তানি ড্রোনের (Pakistan Drone) অবৈধ যাতায়াত বেশ কয়েকগুণ বেড়েছে। ফের আরও একবার ভারতীয় ভূখণ্ডে মাদক-ভর্তি পাকিস্তানি ড্রোন বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। ড্রোনটি ভারত-ভূখণ্ডে ভেঙে পড়েছিল। গোপনসূত্রে খবর পেয়ে ড্রোনটি উদ্ধার করে বিএসএফ। পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হয় ড্রোনটি। 

বিএসএফের তরফে জানানো হয়েছে, এদিন দুপুরে পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের কাসওয়াল সীমান্তে একটি ড্রোন (Pakistan Drone) ভেঙে পড়ে। খবর পেয়ে বিএসএফ ড্রোনটি বাজেয়াপ্ত করে। সেই ড্রোনের ভিতর থেকে প্রায় ১ কেজি হেরোইন পাওয়া গিয়েছেউদ্ধার করা হয়। মাদক-সহ ড্রোনটি পাচারের উদ্দেশ্যেই ভারতীয় ভূ-খণ্ডে পাঠানো হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ।  

আরও পড়ুন: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নেই, জানাল কেন্দ্র 

জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাত ১০টা নাগাদ কাসওয়াল সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোন দেখা যায়। যদিও ড্রোনটি পাকিস্তানের (Pakistan Drone) কিনা, কোথায় যাচ্ছিল তা তখন জানা যায়নি। ড্রোনটি নামানোও যায়নি। তারপর এদিন কাসওয়াসল সীমান্ত থেকে মাদকভর্তি এই ড্রোন উদ্ধার করা হয়। সেদিন যে ড্রোনটি দেখা গিয়েছিল, এটাই সেটা কিনা তা এখনও স্পষ্ট নয়। 

এর আগে গত ডিসেম্বরেই দুবার পাঞ্জাব সীমান্তে দুটি ড্রোন উড়তে দেখা যায়। প্রথম ড্রোনটি গত ৯ ডিসেম্বর গুরুদাসপুর সেক্টরে দেখা গিয়েছিল। পরেরটি ২২ ডিসেম্বর অমৃতসর  সেক্টরে পাক ড্রোন দেখা যায়। বিএসএফ জওয়ানরা দুটি ড্রোনই (Pakistan Drone) গুলি করে নীচে নামায়। নজরদারির উদ্দেশ্যে পাকিস্তান থেকে এই দুটি ড্রোন পাঠানো হয়েছিল বলে বিএসএফ- এর অনুমান। তদন্ত চালানো হচ্ছে।

বিএসএফ- এর গুলিতে নিহত পাকিস্তানি অনুপ্রবেশকারী 

এদিকে সীমান্তরক্ষীর গুলিতে মৃত্যু হল এক অনুপ্রবেশকারীর। মঙ্গলবার পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে গুরুদাসপুর সেক্টরে ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রের খবর, এদিন সকাল ৮টা নাগাদ বিএসএফ জওয়ানরা দেখেন, পাকিস্তানের (Pakistan Drone) দিক থেকে এক সশস্ত্র ব্যক্তি ভারতীয় ভূ-খণ্ডে ঢোকার চেষ্টা করছে। তার গতিবিধি লক্ষ্য করে বিএসএফ তাকে সরে যেতে বলে। কিন্তু সে অনুপ্রবেশ করলে জওয়ানরা গুলি চালান। গুলিতে ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles