Delhi Drag Case: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

তরুণীকে ধাক্কা মেরে তাঁকে ১২ কিমি টেনে-হেঁচড়ে নিয়ে যায় গাড়িটি...
Delhi_Accident
Delhi_Accident

মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষ দিনে এক দুর্ঘটনার ভয়ঙ্করতায় কেঁপে উঠল রাজধানী দিল্লি। সুলতানপুরীতে এক তরুণীকে গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা (Delhi Drag Case) ঘটে। এবার এই মামলায় শুক্রবার গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশুতোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িতে তরুণীকে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িটির মালিক আশুতোষ। ঘটনার পরই পালিয়ে যান তিনি। এর আগে এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  অঙ্কুশ নামের এক অভিযুক্ত এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। 

বৃহস্পতিবার আগে থেকে গ্রেফতার করা ৫ জনকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের (Delhi Drag Case) ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর ওইদিনই গাড়ির মালিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। 

কী ঘটে? 

প্রসঙ্গত, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর রাস্তা দিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের অঞ্জলি সিংহ (Delhi Drag Case) নামে এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী নিধি। একটি গাড়ি ওই স্কুটিতে ধাক্কা মারে। অঞ্জলি ছিটকে গিয়ে ওই গাড়ির তলায় পড়ে যান। এই অবস্থাতেই তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই তরুণীর। এরপরে ওই গাড়ির তলা থেকে তরুণীর দেহ সরিয়ে ফেলে দিয়ে পালান অভিযুক্তরা। ঘটনার বিভৎসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। 

আরও পড়ুন: "টাকা ফেরত পেতে চাইলে আমাকে জানান কাকে দিয়েছিলেন", নিয়োগ দুর্নীতিকাণ্ডে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 

পরবর্তীতে অঞ্জলির দেশের ময়নাতদন্ত (Delhi Drag Case) করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির সারা দেহে ধুলো লেগেছিল। তরুণীর দেহে পোড়া দাগ রয়েছে। এই ধরনের দাগকে ‘ব্রাশ বার্ন’ বলা হয়। গাড়িটি চলতে থাকায় রাস্তার সঙ্গে চামড়ায় ঘষা লেগে এই পোড়া দাগ তৈরি হয়েছে। পায় ৪০টি ক্ষত রয়েছে দেহে। তবে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি শরীরে। ঘটনাটিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

 

ইতিমধ্যে ঘটনায় খুনের অভিযোগ করেছেন সেই স্কুটিতে আরও এক তরুণী নিধির মা। স্কুটিতে ইচ্ছে করে ধাক্কা দেয় ওই গাড়িটি। নিধিও ছিটকে পড়ে। কিন্তু কোনওভাবে পালিয়ে যায়। যদিও এখনও খুনের অভিযোগে কোনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles