মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরোধীতা করে কলকাতায় প্রতিবাদী মিছিল করতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি না দেওয়া হলেও কলকাতা হাইকোর্ট মেনে নিল সেই আবেদন। ১০টি সংগঠনকে শহরে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)। তবে শর্ত মেনে কর্মসুচি পালন করতে হবে বলে জানিয়েছে আদালত।
আগামী ১৬ ডিসেম্বর চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে। শহরের তিন প্রান্ত থেকে শুরু হবে মিছিল। হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে এসে জমায়েত করবে বলে এখন আবধি কথা রয়েছে। কিন্তু লালবাজার এই মিছিলে সায় দিচ্ছিল না। কিন্ত কলকাতা আদালত সেই মিছিলের অনুমতি দিল। তবে ১৬ তারিখ নয়, ১৮ তারিখ মিছিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।
আদালতকে (Calcutta High Court)পুলিশ জানায়, ১৭ জানুয়ারি, রবিবার পর্যন্ত গঙ্গাসাগর মেলার ভিড় থাকায় এই মিছিলে শহরে যানজট হতে পারে। পুলিশের বক্তব্য শোনার পর আদালত জানায় যে, গঙ্গাসাগর মেলার ভিড় শেষ হলে সোমবারের বদলে বুধবার অর্থাৎ ১৮ জানুয়ারি মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বুধবার মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা (Calcutta High Court) বলেন, "১৬ জানুয়ারি নয়, গঙ্গাসাগর মেলার জন্য ১৮ জানুয়ারি মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রানি রাসমণি রোডে কর্মসূচি করতে পারবেন তাঁরা।"
রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল জানান, ধর্মতলা ওআই চ্যানেলের বদলে এই কর্মসূচি শহীদ মিনারে করুক চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, তাঁরা এই কর্মসূচি রানি রাসমণি রোডে করতে চান। সেই আবেদন মেনে নেয় আদালত (Calcutta High Court)।
কী কী শর্ত দিয়েছে হাইকোর্ট?
হাইকোর্টের (Calcutta High Court) তরফে বলা হয়েছে শান্তিপূর্ণ সভা করতে হবে। লাউডস্পিকার ব্যবহার করা যাবে না সভায়। শব্দবিধি মেনেই করতে হবে কর্মসূচি। এমনকী এড়িয়ে যেতে হবে উত্তেজনাপূর্ণ বক্তব্যও।
+ There are no comments
Add yours