Hillary Clinton: দুদিনের গুজরাট সফরে আসছেন হিলারি ক্লিনটন, শ্রদ্ধা জানাবেন ইলা ভাটকে

হিলারি ক্লিনটন এবং ইলা ভাট একে অপরকে ১৯৯৫ সাল থেকে চিনতেন।
Hillary_Clinton
Hillary_Clinton

মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটন (Hillary Clinton) রবিবার দুদিনের গুজরাট সফরে আসছেন। সমাজকর্মী এবং গান্ধীবাদী ইলা ভাটকে শ্রদ্ধা জানাবেন তিনি। গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছেন ইলা ভাট। ইলা ভাটের প্রতিষ্ঠিত স্ব-কর্মসংস্থান মহিলা সমিতির কর্মসূচিতে অংশ নেবেন হিলারি।  

দুদিনের সফরে তিনি প্রথমে আহমেদাবাদে ভাটকে শ্রদ্ধা জানাবেন এবং ওইদিনই সেওয়ার অফিসে ফিয়ে সদস্যদের সঙ্গে কথা বলবেন। সোমবার হিলারি ক্লিনটন (Hillary Clinton) সুরেন্দ্রনগর জেলার  ধ্রাংধরা যাবেন। সেখানে সেওয়ার গ্রামীণ উদ্যোগের অংশ হিসাবে লবণ প্যান কর্মীদের সঙ্গে কথা বলবেন। এমনটাই জানান প্রোগ্রাম কোঅর্ডিনেটর রশ্মি বেদী।

আরও পড়ুন: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের    

রশ্মি বেদী আরও বলেন, "হিলারি ক্লিনটন ২:৪৫-৪:০০ - এর মধ্যে আহমেদাবাদে সেওয়ার অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করবেন এবং সদস্যদের সঙ্গে কথা বলবেন। তিনি (Hillary Clinton) সেখানে বক্তৃতাও  দেবেন। এর আগে তিনি ২০২২ সালে সেওয়া ফাউন্ডেশনের ৫০ তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভিক্টোরিয়া গার্ডেনে ইলা ভাটের রোপিত একটি বটগাছের কাছে একটি ফলক উন্মোচন করবেন।”

আরও পড়ুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

বয়সজনিত অসুস্থতার কারণে গত বছরের ২ নভেম্বর মৃত্যু হয় ইলা ভাটের। হিলারি ক্লিনটন (Hillary Clinton) এবং ইলা ভাট একে অপরকে ১৯৯৫ সাল থেকে চিনতেন। ২০১৮ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, নারী অধিকার কর্মীর কাজকে "বিপ্লবী পরীক্ষা" হিসাবে বর্ণনা করেছিলেন হিলারি। ক্লিনটন পোস্টে লিখেছিলেন, "১৯৭২ সালে তিনি মহিলাদের ঋণ দেওয়ার জন্য একটি ছোট সংস্থা শুরু করেছিলেন। যা তাদের কাজের পরিপূর্ণতা খুঁজে পেতে এবং তাদের পরিবারের মঙ্গলে অবদান রাখতে সহায়তা করতে পারে। এটির নাম ছিল স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি বা SEWA।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles