Recruitment: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত

ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার  পদে কর্মী নিয়োগ করা হবে।
India_Post
India_Post

মাধ্যমিক নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন বিভাগে পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ দেশের যেকোনও রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন  করা যাবে।

আরও পড়ুন: "জাতিপ্রথা আসলে পুরোহিতদের তৈরি", দাবি আরএসএস প্রধানের

ইন্ডিয়ান পোস্টের তরফে জানানো হয়েছে, মোট ৪০ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। এই শূন্যপদে আবেদনের জন্য ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in- এ লগ ইন করে আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্য়া

মোট ৪০ হাজার ৮৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

শূন্যপদ

ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার  পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ

আগ্রহী আবেদনকারীরা আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। এছাড়া তাদের কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসাবে অঙ্ক ও ইংরেজি থাকতে হবে।

আবেদন ফি

আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, রূপান্তরিত মহিলা এবং জনজাতি, উপজাতিদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

কর্মী নিয়োগের পদ্ধতি

সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। জিডিএসের অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in – এ লগ ইন করতে হবে।
  • এবার আবেদনকারীকে রেজিস্টার করতে হবে।
  • এরপরে ফর্ম ফিল আপ করে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • আবেদনকারীদের একটি নির্দিষ্ট অঙ্ক ফি হিসাবে জমা দিতে হবে।
  • এবার ফর্ম সাবমিট করতে হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles