Kolkata Weather: ২ দিনে পারদ পতন ৭ ডিগ্রি! বিদায়ের আগে শেষ ‘কামড়’ শীতের

১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।
winter-2-1
winter-2-1

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল থেকে ফের নামল তাপমাত্রার পারদ (Kolkata Weather)। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। আর তার সঙ্গেই রয়েছে শীতের আমেজ। সোমবারই এক ধাক্কায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমেছে। বুধবার তা আরও কমে পৌঁছল ১৫ ডিগ্রিতে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরও ২৪ ঘণ্টা এই শীতের আমেজ বজায় থাকবে। প্রেম দিবসে শহরের প্রেমিক-প্রেমিকাদের জন্যে এটাই হয়তো ঈশ্বরের আশির্বাদ। এতে বেজায় খুশি লাভবার্ডরা।   

গত ১২ ফেব্রুয়ারি ২২.২ ডিগ্রি ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather)। এরপর ১৩ ফেব্রুয়ারি তা এক ধাক্কায় কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২ দিনে ৭ ডিগ্রি পারদ পতন হয়েছে শহরে। সর্বোচ্চ তাপমাত্রাতেও বদল এসেছে। গত ১১ ফেব্রুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১২ ফেব্রুয়ারি তা কমে দাঁড়ায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও ফারাক দেখা যাচ্ছে। আরও ২৪ ঘণ্টা এভাবেই শীতের আমেজ বজায় থাকবে শহরে। বুধবারের পর হয়তো শীত বিদায় নেবে এ বছরের মতো। বৃহষ্পতিবার থেকে ক্রমেই পারদ চড়তে থাকবে। দিন ও রাতে ভ্যাপসা গরম লাগবে। এছাড়া কলকাতার আকাশ মোটামোটি পরিষ্কারই থাকবে। আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।    

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। আগামী দুদিন উত্তরবঙ্গ জুড়ে থাকবে মাঝারি কুয়াশা। দার্জিলিং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দু'একটি জেলার কিছু অংশে।

অন্যান্য রাজ্যগুলিতেও কেমন থাকবে তাপমাত্রা?

মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায় (Kolkata Weather)। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের হতে পারে কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায়। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশেও। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আসাম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়।   বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বেশ কিছু অংশে এবং উত্তরপ্রদেশে এই হাওয়ার প্রভাব পড়বে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles