KL Rahul: সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে! এবার কি দল থেকেও বাদ?

ভারত সফরের মাঝপথেই দেশে ফিরছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স
lk_rahul
lk_rahul

মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ লোকেশ রাহুলকে। গত এক বছরে টেস্টে তাঁর গড় মাত্র ১৫। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ তিনি। এহেন পরিস্থিতিতে এবার রান করতে না পারলে প্রথম একাদশের দরজাও বন্ধ হতে পারে রাহুলের জন্য।

রান নেই ব্যাটে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে কোনও সহ-অধিনায়কেরই নাম ঘোষণা করেনি বিসিসিআই। ওয়াকিবহাল মহলের অনুমান, দুই টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কর্ণাটকের ব্যাটার। দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হতে পারে।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এখনও পর্যন্ত মোট ৭টি টেস্ট খেলেছেন রাহুল। মাত্র ১৭৫ রান করেছেন তিনি। জোহানেসবার্গে একটি ৫০ রানের ইনিংস ছাড়া বড় রান নেই তাঁর ব্যাটে। যদিও কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা, দু’জনেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর দ্রাবিড় বলেন, “সাম্প্রতিককালে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে রাহুল। কিন্তু ভুলে গেলে চলবে না ও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পিচে সেঞ্চুরি করেছে। ওর উপর ভরসা রয়েছে।” 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। তবে রাহুলের পরিবর্তে দুটি টেস্টে  সহ অধিনায়কের পদ খালি রয়েছে। রোহিতের হাতেই সবটা ছেড়ে দেওয়া হয়েছে। যদি কোনও সময় রোহিতকে মাঠ ছাড়তে হয় তা হলে সেই সময় কে দলকে নেতৃত্ব দেবে সেটা রোহিতই ঠিক করবে। ও যাকে বলবে সেই নেতৃত্ব দেবে।

বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

ভারত সফরের মাঝপথেই পারিবারিক কারণে দেশে ফিরছেন প্যাট কামিন্স। তবে, দিন দু'য়েকের জন্য সিডনিতে ফিরলেও তৃতীয় টেস্টের আগে ফের ভারতে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অজি অধিনায়ক। ইন্দোরে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে।  উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দল ছেড়ে দেশে ফেরেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার মিচেল সোয়াপসন। প্রথম সন্তানের জন্মের সময় বান্ধবীর পাশে থাকতেই অস্ট্রেলিয়ায় উড়ে যান তিনি। তাঁর পরিবর্তে টেস্ট স্কোয়াডে যোগ দেন ম্য়াথিউ কুনম্যান। তৃতীয় টেস্টের আগে দলে যোগ দিতে পারেন সোয়েপসনও।  

আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

ইন্দোর ও আমদাবাদের শেষ ২টি টেস্ট জিততে মরিয়া অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টে প্রথম ইনিংসের শেষে ভাল জায়গায় থাকলেও ম্যাচ ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে কামিন্সরা। মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১১৫ রানের  লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেটে ১১৮ রান তুলে সহজেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়া ছাড়াও ২৬ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখে। আর সিরিজ হারার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles