মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। সুষ্ঠভাবে সমগ্র পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এবছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লাখ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬হাজার ২১ জন।
প্রশ্নফাঁস রুখতে সিসিটিভির নজরদারি চলবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে
জানা গেছে, প্রশ্নফাঁস রুখতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত পরীক্ষার্থীদের প্রবেশপথ, প্রধান শিক্ষকের ঘর এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি জায়গায় সিসিটিভি বসাতেই হবে। অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করবে মধ্যশিক্ষা পর্ষদ।
পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে স্থগিত রাখা হবে গোটা স্কুলের রেজাল্ট
পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বের হতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ফলাফল স্থগিত রাখা হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে।
বিশেষ কিছু পরীক্ষাকর্তা ছাড়া ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
বোর্ডের তরফে জানানো হয়েছে মোবাইল থাকবে শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার এবং অতিরিক্ত ভেন্যু সুপারভাইজারদের কাছে। বাকি সকল শিক্ষক ও কর্মীদের মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেন্দ্রের ভিতরে থাকা স্বাস্থ্য ও পুলিশকর্মীরা শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ফোন।
পরীক্ষাকেন্দ্রে থাকবে ১৪৪ ধারা
নকল রুখতে পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা। ৫০০ মিটারের মধ্যে জেরক্সের দোকানগুলিও বন্ধ থাকবে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সাড়ে দশটা থেকেই।
পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৮টি ট্রেন চালাবে মেট্রো
ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে অতিরিক্ত ৮টি ট্রেন তারা চালাবে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরার সময়ই রাখা হয়েছে ট্রেনের সময় সারণী। অন্যদিকে পূর্ব রেল পরীক্ষার্থীদের কথা ভেবে অতিরিক্ত স্টপেজ দেবে, বিশেষ বিশেষ জায়গায়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours