মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টকে (Independence Day) জাতীয় উৎসব দিবস হিসেবে পালন করার প্রস্তাব পেশ হল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে। এই কক্ষের কয়েকজন সদস্য এই প্রস্তাব পেশ করেন। বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতেই এটা করা হোক, দাবি ওই সদস্যদের। প্রস্তাবের নেতৃত্ব দিয়েছেন ইন্দো-মার্কিন কংগ্রেস সদস্য শ্রী থানেদার। তাঁর প্রস্তাব সমর্থন করেছেন কংগ্রেসের দুই সদস্য বাডি কার্টার এবং ব্র্যাড সার্মন। প্রস্তাবে বলা হয়েছে, দুই দেশই অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বে শান্তি রক্ষা, স্থায়িত্ব এবং বিশ্বের প্রতিটি দেশের সমৃদ্ধিতে বিশ্বাস করে।
প্রস্তাবের বক্তব্য
২২ জুন প্রধানমন্ত্রীর আমেরিকা সফরকেও স্বাগত জানানো হয়েছে ওই প্রস্তাবে। তাঁর এই রাষ্ট্রীয় সফর দুই দেশের বিশ্বাস, বোঝাপড়া, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, বহুত্ববাদ, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনকে মজবুত করেছে বলেও বলা হয়েছে ওই প্রস্তাবে। সেই কারণেই গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে আরও শক্তপোক্ত করতে ভারতীয়দের সঙ্গে এই উৎসবে আমেরিকারও (Independence Day) মেতে ওঠা প্রয়োজন বলেই মনে করেন প্রস্তাবকরা।
মোদির আমেরিকা সফর
প্রসঙ্গত, জুন মাসে তিনদিনের সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “বিশ্বকে আরও ভাল একবিংশ শতাব্দী উপহার দেবে ভারত এবং আমেরিকা।”
আরও পড়ুুন: ৪ ‘অযোগ্য’ শিক্ষকের থেকে কত টাকা নিয়েছিলেন তাপস-কুন্তলরা? বিরাট দাবি সিবিআইয়ের
এদিকে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় একটি গোষ্ঠী। এই দলের নেতৃত্ব দেবেন ইন্দো-মার্কিন কংগ্রেস সদস্য আরও খান্না এবং মাইকেল ওয়াল্টজ। সংবাদ মাধ্যমকে খান্না বলেন, “ভারত সফরে দ্বিদলীয় গোষ্ঠীকে (Independence Day) নেতৃত্ব দিচ্ছি জেনে আমি গর্বিত। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই দিল্লি যাচ্ছি আমরা। ভারতের স্বাধীনতার জন্য আমার দাদু লড়াই করেছেন। তাই এই সফর আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অর্থপূর্ণ। ভারত-মার্কিন সম্পর্কেও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করব। দেখা করব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ব্যবসায়ী, টেকনোলজিস্ট, ক্রিকেটার, বলিউডের একগুচ্ছ তারকা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও আমি দেখা করব।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours