Vande Bharat Express: আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, “দেশের নয়া শক্তির প্রতীক”, বললেন প্রধানমন্ত্রী

আমাদের সরকার রেল পরিষেবার মানোন্নয়নে কাজ করছে...
modi-vande-bharat
modi-vande-bharat

মাধ্যম নিউজ ডেস্ক: পকেটসই খরচে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া। এই লক্ষ্য পূরণেই চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বিভিন্ন রুটে ক্রমশই বাড়ছিল এই ট্রেনের চাহিদা। সেই চাহিদা সামাল দিতেই রবিবার আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করেন তিনি।

রেলে নজর না দেওয়ায় দুঃখ প্রকাশ

রেলের আধুনিকীকরণে এতদিন লক্ষ্যনজর না করাটাকে দুঃখজনক বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের যাতায়াতের প্রধান ভরসা রেল। প্রতিদিন ভারতীয় রেল যত যাত্রী পরিবহণ করে, পৃথিবীতে অনেক দেশ আছে, যাদের মোট জন সংখ্যার চেয়ে তা ঢের বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল এই যে, এহেন গুরুত্বপূর্ণ রেলের আধুনিকীকরণের দিকে এতদিন মনযোগ দেওয়া হয়নি। আমাদের সরকার রেল পরিষেবার মানোন্নয়নে কাজ করছে।”

নয়া বন্দে ভারত অনেক বেশি আরামদায়ক 

এদিন বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী (Vande Bharat Express) বলেন, “এক সঙ্গে রাজস্থান, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, তেলঙ্গনা, কর্নাটক, কেরল, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মানুষকে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা দেওয়া হচ্ছে। এই বন্দে ভারত আগের বন্দে ভারতের চেয়ে অনেক বেশি আধুনিক ও আরামদায়ক।” প্রধানমন্ত্রী বলেন, “বন্দে ভারতের চাহিদা লাগাতারভাবে বাড়ছে। এখনও পর্যন্ত এক কোটি ১১ লক্ষের কিছু বেশি মানুষ বন্দে ভারতে সওয়ার হয়েছেন। এতে আমি খুব খুশি।

আরও পড়ুুন: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

এতদিন দেশে মোট ২৫টি বন্দে ভারত পরিষেবা দিচ্ছিল। এখন সেই তালিকায় যুক্ত হল আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তকে জুড়ে দেবে বন্দে ভারত।” তিনি (Vande Bharat Express) বলেন, “বন্দে ভারতের গতি এবং পরিকাঠামো ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্খার সঙ্গে ম্যাচ করছে। রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, বিহার সহ ৯টি রাজ্য নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা পাবে। এই যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা এদিন সূচনা করা হল, সেগুলি দেশের নতুন শক্তির প্রতীক।” এদিন যে ৯টি ট্রেনের যাত্রা সূচনা হল, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে একটি। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles