Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে দুয়ারে ভোটকেন্দ্র! এবার বুথ হল মাত্র একটি পরিবারের জন্য

জঙ্গলের বুক ফুঁড়ে ভোট দিতে যেতে হত ১৮ কিলোমিটার দূরের কেন্দ্রে...
vote
vote

মাধ্যম নিউজ ডেস্ক: পরিবার মাত্র একটি। তবে গণতন্ত্রের উৎসবে (Rajasthan Assembly Polls 2023) তাঁরা যোগ দেবেন না, তা হয় নাকি! তাই এবার মাত্র একটি পরিবারের জন্য বুথ করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের ভারত-পাক সীমান্তবর্তী গ্রাম ‘বারমের কা পার’। বারমের জেলার এই গ্রামে পরিবার রয়েছে একটি। সদস্য সংখ্যা ৩৫। তাঁদের জন্যই এবার আস্ত একটি বুথ করছে নির্বাচন কমিশন।

ভোট দিতে যেতে হত কুড়ি কিলোমিটার উজিয়ে! 

এতদিন এই গ্রামের বাসিন্দাদের প্রায় কুড়ি কিলোমিটার উজিয়ে গিয়ে ভোট দিতে যেতে হত। ফলে বৃদ্ধ এবং অশক্তরা ভোট দিতেন না। তাঁদেরই ভোট কেন্দ্রে আনতে দুয়ারে বুথের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজস্থানে নির্বাচন হবে ২৫ নভেম্বর। সেদিনই ভোটকেন্দ্রে যাবেন এই পরিবারের ৩৫জন সদস্যই। এর মধ্যে ১৮ জন পুরুষ, মহিলার সংখ্যা ১৭। ‘বারমের কা পারে’ যেমন একটি মাত্র পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে তৈরি হয়েছে বুথ (Rajasthan Assembly Polls 2023), তেমনি মাত্র ১১৭ জন ভোটারের জন্যও বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের সিরোহি জেলার শেরগাঁও গ্রামের বাসিন্দারা এবার ভোট দিতে পারবেন নিজের গ্রামেই।

ভোটকেন্দ্র প্রায় ৫ হাজার ফুট উঁচুতেও!

শেরগাঁও গ্রামটি আবু পিন্দওয়ারা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এতদিন এই গ্রামের বাসিন্দাদের জঙ্গলের বুক ফুঁড়ে ভোট দিতে যেতে হত প্রায় ১৮ কিলোমিটার দূরের একটি কেন্দ্রে। এবার তাঁরাও ভোট দেবেন নিজের গাঁয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানান, শেরগাঁও গ্রামটি ৪ হাজার ৯২১ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের বাসিন্দাদের ভোট দিতে যেতে হত প্রত্যন্ত গ্রাম উতরাজে। প্রায় পাঁচ হাজার ফুট উঁচু থেকে নেমে অন্যত্র ভোট দিতে যাওয়াটা খুব কষ্টকর। তাই ভোটারদের সুবিধার জন্য শেরগাঁওয়ে একটি নতুন বুথ করা হল। এই গ্রামে ভোটার রয়েছেন ১১৭ জন।

আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

দুয়ারে ভোট কেন্দ্র পেয়ে গ্রামবাসীরা খুশি হলেও, বিপাকে পড়বেন ভোটকর্মীরা। তবে তাঁদের জন্যও ব্যবস্থা করেছে কমিশন। প্রবীণ জানান, ভোটকর্মীদের ওই বুথে পাঠাতে বনকর্মীদের সাহায্য নেওয়া হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১৮ কিলোমিটার হেঁটে বুথে গিয়ে পৌঁছবেন ভোটকর্মীরা (Rajasthan Assembly Polls 2023)।

ভারত যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

 
 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles