India vs England: যশস্বীর শতরান, সিরাজের চার উইকেট, বড় রানের লিড নিতে চলেছে ভারত

Team India: তৃতীয় দিনের শেষে ৩২২ রানে এগিয়ে ভারত, ক্রিজে রয়েছেন শুভমন
parliament_-_2024-02-17T164541610
parliament_-_2024-02-17T164541610

মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ফের শতরান যশস্বী জয়সওয়ালের। দ্বিতীয় ইনিংসে ১২২ বলে কেরিয়ারের তৃতীয় শতরান পূর্ণ করলেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডকে (India vs England) প্রথম ইনিংসে ৩১৯ রানে মুড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। অধিনায়ককে হারালেও, গিলকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান যশস্বী। দিনেরে শেষে ৩২২ রানে এগিয়ে রয়েছে ভারত। ৬৫ রানে ক্রিজে রয়েছেন শুভমন গিল। সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব।  

বিধ্বংসী সিরাজ

শনিবার থেকে রাজকোট টেস্টে খেলতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দু'দিন খেললেও হঠাৎ তাঁর মায়ের শরীর খারাপ হওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন তিনি। কিন্তু অশ্বিনের অভাব ঢেকে দিলেন ভারতের বাকি বোলারেরা। শুরুটা করেছিলেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। শেষ করলেন সিরাজ। মধ্যাহ্নভোজে যাওয়ার সময় ইংল্যান্ডের ২৯০ রান ছিল। হাতে তখনও ৫ উইকেট। সেখান থেকে ৩১৯ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ২৯ রানে ৫ উইকেট হারানোটাই চাপ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। মধ্যাহ্নভোজের পরই সিরাজের বিধ্বংসী বোলিংয়ে শেষ হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় ইংরেজদের বাজবল ক্রিকেট। ধরে খেলার সময়, চালিয়ে খেলতে গিয়ে পরপর আউট হয় ইংল্যান্ডের ব্যাটাররা। ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট তুলে নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

যশস্বীর যাদু

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিতে সমালোচকদের জবাব ফিরিয়ে দিলেন শুভমন গিল। তবে, তৃতীয় দিনে সবাইকে ছাপিয়ে গেল যশস্বীর ব্যাট। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছিলেন যশস্বী। কিন্তু তার পরের দুই ইনিংসে রান করতে পারেননি। রাজকোটে প্রথম ইনিংসে স্লিপে খোঁচা গিয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই ভুলটা করলেন না যশস্বী। রোহিত শর্মা রান করতে না পারায় ইনিংস ধরার দরকার ছিল। শুরুতে সেই কাজটা করলেন তিনি। প্রথম ৫০ বলে মাত্র ১৮ রান করেন এই বাঁ হাতি ব্যাটার। একবার জমে যাওয়ার পর চালিয়ে খেলেন যশস্বী। ১০৪ রান করে চোট পেয়ে মাঠের বাইরে যান যশস্বী। 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles