Maghi Purnima 2024: মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে গঙ্গাসাগরে ভক্তদের ব্যাপক ঢল

মাঘী পূর্ণিমার কী গুরুত্ব, জানেন?…
Maghi_Purnima_2024
Maghi_Purnima_2024

মাধ্যম নিউজ ডেস্ক: মাঘী পূর্ণিমা (Maghi Purnima 2024) উপলক্ষে হরিদ্বারে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। ভক্তরা এই পুণ্যতিথিতে গঙ্গাস্নানের জন্য গঙ্গার ঘাটে ঘাটে প্রচুর ভিড় জমিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু হরিদ্বার নয়, আজ ভোর থেকেই সাগরদ্বীপ, কাকদ্বীপ এবং বাবুঘাটে পুণ্যস্নানের জন্য এসেছেন প্রচুর ভক্তরা। এই দিনে স্নান করলে জীবনে শান্তি, সুখ ও ধন প্রাপ্তি হয়। রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।

গঙ্গাসাগরে স্নানযাত্রা (Maghi Purnima 2024)

আজ ভোরের আলো ফুটে ওঠার আগে থেকেই ভক্তদের গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার (Magh Purnima 2024) স্নান যাত্রা শুরু হয়ে গিয়েছে। আগত ভক্তরা স্নান করেই কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য বেশ লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত পুণ্যার্থীদের জন্য শৌচালয়, যাত্রীনিবাস সহ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে সুন্দরবন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে সাগরে। আজকের দিনে স্নানের পর ভগবান বিষ্ণুর পুজো করেন অনেকেই। আবার কেউ কেউ পিতৃশ্রাদ্ধানুষ্ঠানও করে থাকেন। এই দিনে দরিদ্র সেবা এবং দান করাকে অনেক শুভ বলে মনে করে থাকেন অনেকেই।

মাঘী পূর্ণিমার গুরুত্ব

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা (Maghi Purnima 2024) বলা হয়। এই দিনের পুণ্যতিথিতে সাগর স্নানের বিশেষ গুরুত্ব  রয়েছে। আজকের দিনে স্নান, দান এবং জপ অত্যন্ত ফল দায়ক হয়। তবে অনেকে পৌষ মাসের পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত পুণ্য স্নান করে থাকেন। মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতেও বিশেষ স্নান করা হয়ে থাকে। এই দিনে স্নান করলে জীবনে শান্তি, সুখ এবং ধন প্রাপ্তি হয়। এই তিথির উপর নির্ভর করে নানা দোকান ও পসরা বসে। অনেক জায়গায় অনুষ্ঠিত হয় মেলা। গতকাল শুক্রবার রাত থেকেই চলেছে বিভিন্ন স্থানে হরিনাম ও কীর্তন। একই সঙ্গে চলেছে প্রসাদ বিতরণ। মকর সংক্রান্তির পর এই স্নানে সবথেকে বেশি মানুষের সমাগম হয়। গত কয়েক বছর ধরে এক লক্ষের বেশি মানুষ এই স্নান যাত্রায় অংশ গ্রহণ করছেন। এবারের সংখা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles