মাধ্যম নিউজ ডেস্ক: গত ৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনাদের মুখোমুখি সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছিল। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনার আহত হওয়ার খবরও সামনে আসে। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সেদিন প্রায় ৩০০ জন চিনা সেনা অতর্কিত ভাবে প্রথম হামলা চালায়। ভারতীয় সেনাও যে প্রস্তুত ছিল এটা চিনা সেনা বুঝতে পারেনি, তাই পাল্টা জবাবে পিছু হটে চিন। এই ঘটনার পর থেকে এই প্রথম বৈঠকে বসল দুই দেশের আধিকারিকরা।
ভারত-চিন (India China Peace) সেনা স্তরের দ্বিপাক্ষিক বৈঠক
১৭তম রাউন্ডের Corps Commander Level Meeting অনুষ্ঠিত হল চলতি সপ্তাহের বৃহস্পতিবার। চিনের দিকের চুশুল-মোলডো সীমান্তে এই মিটিং (India China Peace) অনুষ্ঠিত হয় এদিন। প্রসঙ্গত, এর আগে এই ধরনের মিটিং (India China Peace) হয়েছিল চলতি বছরের ১৭ জুলাই। তারপর এই মিটিং (India China Peace) যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, দুই দেশের পশ্চিম সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়েই এদিন আলোচনা হয়। মূলত, Line of Actual Control (LAC) নিয়েই খোলামেলা মত বিনিময় করেন দুই দেশের আধিকারিকরা। আগামীদিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত কীভাবে মজবুত হবে সে নিয়েও এদিন আলোচনা হয়েছে বলেই জানা গেছে। দুই দেশের সীমান্তে শান্তির (India China Peace) পরিবেশ বজায় রাখতেও উভয় দেশ সচেষ্ট থাকবে বলেই এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আগামীদিনে দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে নিয়েও একপ্রস্থ আলোচনা হয় এদিনের বৈঠকে। দুই দেশের পশ্চিম সীমান্তের নিরাপত্তার বিভিন্ন ইস্যু নিয়েও সম্মত হয়েছে উভয় দেশ। বিগতদিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেগুলি নিয়ে আগামীদিনে সেনা স্তরে আলোচনা চলবে উভয়দেশের মধ্যে।
+ There are no comments
Add yours