BJP: চলতি বছরের বদলে গত বছরের বাজেট পেশ অশোক গেহলটের, তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়  

এদিকে, ভুল বাজেট পড়া হচ্ছে বুঝতে পেরেই বিধানসভার মধ্যে হট্টগোল বাধিয়ে দেন বিজেপি বিধায়করা
asoke
asoke

মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বাজেটকেই নতুন বছরের বাজেট ভেবে পড়তে থাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই হুলুস্থুলু কাণ্ড বেধে যায় রাজস্থান বিধানসভায়। প্রতিবাদ করতে থাকেন বিজেপি (BJP)  বিধায়করা। ৮ মিনিট ধরে ভুল বাজেট পড়তে থাকেন তিনি। গেহলটের এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের।  শুক্রবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার কথা ছিল, সেইমতো বক্তব্য শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই বিপত্তি।  ভুল বাজেট পেশ করা হচ্ছে, বুঝতে পেরে বাজেট বক্তৃতা বন্ধ করার জন্য গেহলটকে থামিয়ে দেন সরকারি দলের চিফ হইপ। 

প্রতিবাদে বিক্ষোভ বিজেপির (BJP) ....

এদিকে, ভুল বাজেট পড়া হচ্ছে বুঝতে পেরেই বিধানসভার মধ্যে হট্টগোল বাধিয়ে দেন বিজেপি (BJP)  বিধায়করা। তাঁরা বলতে থাকেন, মুখ্যমন্ত্রী ছাড়া কারও অধিকার নেই বাজেটের কপি বিধানসভায়। বিজেপি (BJP)  বিধায়কদের আরও প্রশ্ন, তবে বাজেটের কপি লিক হয়েছে! ততক্ষণে অবশ্য সরকারি আধিকারিকরা ছোটাছুটি শুরু করে দিয়েছেন চলতি বছরের বাজেটের কপি নিয়ে আসার জন্য। 

বাজেট লিকের অভিযোগে বিজেপির (BJP)  প্রতিবাদ চলতেই থাকে। স্পিকার সিপি যোশী বিধানসভায় অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতুবি ঘোষণা করেন। তারপরেও বিজেপির (BJP)  বিক্ষোভ চলতে থাকে, পুনরায় অধিবেশন শুরু হলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি (BJP)  বিধায়করা। 

কী বললেন অশোক গেহলট

এদিকে, বাজেট লিক নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর মতে, বাজেটে লেখা এবং সদস্যদের দেওয়া বাজেটের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতেই পারেন বিরোধীরা। কিন্তু সরকারের বাজেট কপিতে কয়েকটি পাতা অতিরিক্ত থাকলে, তা বাজেট লিক বলা যায় না।

কী বললেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া

 রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এই ঘটনায় কটাক্ষ করে বলেন, বাজেটপত্র না দেখে কিভাবে একজন মুখ্যমন্ত্রী পুরনো বাজেট পড়তে পারেন?  মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য চালাচ্ছেন! এই প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, এমন ঘটনা রাজ্যে প্রথম ঘটল। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles