মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিস অনেক আগেই পূর্বাভাস (Weather Report) দিয়েছিল যে এই বছরের গরম ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ গোটা দেশেই এই বছর বেশি থাকবে। গত কয়েক দিনের দাবদাহ সেই কথা মিলিয়ে দিয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের কিছু অংশ স্বস্তি পেয়েছে গতকাল। স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ডুয়ার্স। আজও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলায় ৪০ ডিগ্রির উপর থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। প্রসঙ্গত, ভয়ংকর এই গরমের মধ্যেই নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল বাংলা। ফের দেশের উষ্ণতম স্থানের তকমা পেল বাঁকুড়া। পাশাপাশি পৃথিবীর ১৫টি উষ্ণতম স্থানের মধ্যে ১৩ নম্বরে রয়েছে জঙ্গলমহলের এই জেলা।
শীর্ষে বাঁকুড়া...
বৃহস্পতিবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। এই নিয়ে একটানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছল বাঁকুড়ার তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দেশের উষ্ণতম জায়গার লড়াইয়ে রয়েছে বাঁকুড়া। কিন্তু ওড়িশার বারিপদা বা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কিছুটা হলেও এগিয়ে থাকছিল। এদিন সবাইকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গেল বাঁকুড়া। দেশের দ্বিতীয় উষ্ণতম জায়গাও বাংলার। পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম শহরের তকমা যে এভাবে বাংলার কপালে জুটবে, এমন কৃতিত্ব অবশ্য বাঙালি দুঃস্বপ্নেও আশা করেনি!
রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস
তবে তীব্র দাবদাহের মধ্যে কিছুটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে, আগামী রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃষ্টি নামলেই তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে এবং ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। এদিনই অবশ্য স্বস্তির বৃষ্টি নেমেছে কালিম্পং সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বলা ভাল, ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছ ভুটান সীমান্ত চামুর্চি সংলগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়ির টিনের চালে শিল পরে বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। একইভাবে শিলাবৃষ্টি হয়েছে কালিম্পং জেলার লাভা, লোলেগাঁও এলাকায়। সবমিলিয়ে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও প্রচণ্ড দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে ডুয়ার্সবাসীর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours