Barrackpore: পানীয় জল কোথায়? প্রচারে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থীদের

Barrackpore: তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় থেকেও করেনি জল প্রকল্প, ক্ষুব্ধ ভোটাররা
Barrackpore_(4)
Barrackpore_(4)

মাধ্যম নিউজ ডেস্ক: পানীয় জল কোথায়? ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থীদের কাছে এই দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। বারাকপুর (Barrackpore)-২ ব্লকের বন্দিপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। অনেকে আশ্বাস দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, তাতে ভোটারদের যে মন জয় করা সম্ভব হচ্ছে না, তা শাসক দলের নেতারা ভালোরকম টের পাচ্ছেন। দুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুনতে হয়েছে একাধিক অনুন্নয়নের কথা।

কী বললেন এলাকাবাসী?

বারাকপুর (Barrackpore)-২ ব্লকের বন্দিপুর গ্রাম পঞ্চয়েতে দীর্ঘদিন ধরেই তৃণমূল পুর বোর্ড ক্ষমতায় রয়েছে। এর আগে খড়দা বিধানসভার বিধায়ক ছিলেন অমিত মিত্র। এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। কিন্তু, তা সমাধানে কারও কোনও হেলদোল নেই। এর আগে বিধানসভা নির্বাচনের সময় অমিত মিত্র এসে পানীয় জল প্রকল্পের কথা বলেছিলেন। এলাকাবাসী তাঁর কথার উপর বিশ্বাস রেখেছিলেন। কিন্তু, কথা রাখেননি অমিতবাবু। গত বিধানসভা ভোটেও এই ইস্যু উঠেছিল। পানীয় জল প্রকল্পের স্বপ্ন ফেরি করেছিলেন শাসক দলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচন মিটে গিয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু, এখনও জলপ্রকল্পের একটি ইঁটও গাঁথা হয়নি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ফের পঞ্চায়েত নির্বাচন চলে এসেছে। কিন্তু, এই এলাকার মানুষ তীব্র জল সংকটে ভুগছেন। ফলে, শাসক দলের প্রার্থীদের কাছে সকলেই পানীয় জল প্রকল্পের দাবি জানাচ্ছেন।

কী বললেন তৃণমূল নেতৃত্ব?

তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি যা কথা দিই তা রাখি। আমি বিধায়ক হওয়ার পর জল প্রকল্পের জন্য উদ্যোগ গ্রহণ করি। জল প্রকল্পের জন্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আসলে জমির সমস্যার কারণে এই প্রকল্প করা সম্ভব হয়নি। তবে, এবার নির্বাচন মিটে গেলে বারাকপুর (Barrackpore)-২ ব্লকের ওই পঞ্চায়েতে পানীয় জল প্রকল্প করার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করা হবে।

কী বললেন বিজেপি নেতৃত্ব?

বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল ওই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। কিন্ত, এতদিনেও জল সংকটের সমাধান করতে পারেনি। এবার সেই জল প্রকল্প তৈরি করার স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে। তাই, প্রার্থীদের ঘিরে ধরে ক্ষোভ জানাচ্ছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles