মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর! এখন এগজিকিউটিভ ক্লাস ট্রেনগুলির (Indian Railway) ভাড়া পকেট সাশ্রয়ী হতে চলেছে, এমনটাই খবর রয়েছে ভারতীয় রেল সূত্রে। জানা গিয়েছে, ভাড়া কমছে বন্দে ভারত-সহ দেশের সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন, ভিস্তাডোম এবং এসি চেয়ার কার ট্রেনের। রেল জানিয়েছে, সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। ভাড়া কত কমবে সেটা কীভাবে স্থির করা হবে? রেল বলছে, ওই ট্রেনগুলির টিকিট বিক্রির পরিমাণের ওপর নির্ভর করবে ভাড়া কত কমবে। শনিবারই ভারতীয় রেলের তরফে এই বিজ্ঞপ্তি সামনে এসেছে।
Fares of AC chair car, executive classes of all trains, including Vande Bharat, to be reduced by up to 25 pc: Rly Board
— Press Trust of India (@PTI_News) July 8, 2023
কী বলছে রেল?
রেলওয়ে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’ রেল (Indian Railway) এও জানিয়েছে, গত এক মাসে যে ট্রেনগুলির মোট সিটের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করা হবে। তবে ট্রেনের ভাড়া কত কমবে, তা এবার ঠিক করবেন রেলের বিভিন্ন জোনের আধিকারিকরা। কেন্দ্রীয়ভাবে শুধু রেলবোর্ড সিদ্ধান্ত নেবেনা।
উৎসবের মরসুমে মিলবে না এই সুবিধা
তবে রেলের তরফে এও বলা হয়েছে, পুজো বা উৎসবের মরশুমে কিন্তু এধরনের ছাড়ের সুবিধা মিলবে না। জানা গিয়েছে, যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ। কারণ, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ইন্দোর-ভোপাল, জবলপুর-ভোপাল এবং মাদগাঁও-মুম্বইয়ের মতো নতুন রুটে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীসংখ্যা খুবই কম। ওয়াকিবহাল মহল বলছে, তারপরেই ট্রেনের (Indian Railway) ভাড়া কমানোর কথা ভাবনাচিন্তা করে রেল মন্ত্রক। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours