Panchayat Vote: বীরভূম থেকে মালদা! গণনার দিনও চলছে লাগাতার অশান্তি, অভিযুক্ত শাসক দল

জেলায় জেলায় অশান্তি গণনার দিন...
Untitled_design(114)
Untitled_design(114)

মাধ্যম নিউজ ডেস্ক: গণনার দিনও লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জেলায় জেলায় গণনা কেন্দ্রগুলোতে বিরোধী প্রার্থীদের মারধর করা হচ্ছে বলে খবর মিলেছে। শনিবার ভোটের (Panchayat Vote) দিন যে হাড়হিম সন্ত্রাসের সাক্ষী থেকেছিল বাংলা, গণনার দিনও সেই চিত্র বজায় রয়েছে। কোথাও কোথাও গণনা কেন্দ্রের সামনে বোমাবাজিও হয়েছে বলে খবর। 

নানুরে সিপিএমকে গণনা কেন্দ্রে ঢুকতে ‘বাধা’

বীরভূমের নানুরে গণনা কেন্দ্রে যাওয়ার পথে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের ব্যাপক মারধর করা হয়েছে বলে খবর মিলেছে। ঘটনার প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম কর্মীরা। যদিও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

আমডাঙায় ‘অপহৃত’ দুই সিপিএম প্রার্থী, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

গণনা কেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জানা গিয়েছে, ‘অপহৃত’ দুই সিপিএম প্রার্থীর মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের প্রার্থী। অন্যজনের নাম মহম্মদ কুতুবউদ্দিন। তিনি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের প্রার্থী। 

মালদার রতুয়ায় পরিস্থিতিও  উত্তপ্ত

মালদায় রতুয়ায় স্ট্রং রুমের বাইরে সোমবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে বলে খবর মিলেছে। রতুয়া ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে জোর করে স্ট্রং রুমে ঢোকার অভিযোগ। এই সময়ই বিরোধীরা তৃণমূল নেতাকে আটকে চোর চোর স্লোগান দিতে থাকে। পুলিশের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি। সে সময় এলাকায় পৌঁছলে আরও ২ তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে। বিক্ষোভের পর স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ইংরেজবাজারে কাউন্টিং হলের সামনে চূড়ান্ত অব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের ঢোকার অনুমতি ঘিরে বিশৃঙ্খলা।

মুর্শিদাবাদে সকাল থেকেই বোমাবাজির অভিযোগ

ভোট গণনার দিন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। ঘটনায় জখম হয়েছেন দুজন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।

বারাবনিতে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক বচসা

গণনার আগে সোমবার রাত থেকেই পশ্চিম বর্ধমানের বারাবনি উত্তপ্ত হয়ে ওঠে। ভোট গণনা শুরুর আগেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল বচসা বেধে যায়, হয়েছে হাতাহাতিও।

বারাকপুরে বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ

বারাকপুরে বিজেপি প্রার্থীকে জোর করে স্ট্রং রুম থেকে বের করে দিল পুলিশ। তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা শুরু হয় গণনা কেন্দ্রের ভিতরে, ভোট লুঠের অভিযোগ করেন ওই বিজেপি প্রার্থী।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles