মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ জন কনেযাত্রী নিয়ে যাওয়ার কথা বলেছিলেন বরপক্ষের বাড়ির লোকজন। কিন্ত, কনেপক্ষ পাঁচ জন বেশি নিয়ে গিয়েছিল। এটাই অপরাধ। আর তাই প্যান্ডেলে বসে ভুরিভোজ খাওয়ার বদলে জুটল উত্তম-মধ্যম। বরপক্ষের হামলায় কনেপক্ষের বাড়ির বেশ কয়েকজন জখম হন। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরের শিমুলডিহি গ্রামে। আহত হয়ে বেশ কয়েকজন ভর্তি সিউড়ি হাসপাতালে। অন্যদিকে কনের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বউভাতের দিন বর সহ বরপক্ষের চারজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ।
ঠিক কী ঘটনা ঘটেছে?
বীরভূমের (Birbhum) দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে পাশের সদাইপুর থানার গুনসিমা গ্রামের শেখ আতিকুলের মুসলিম মতে বিয়ে হয়। রবিবার বউভাত খেতে শিমুলডিহি থেকে ৩০ জন কনেযাত্রী যান গুনসিমা গ্রামে। কিন্তু, ২৫ জন কনেযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। পরিবর্তে ৫ জন বেশি অতিথি নিয়ে যাওয়ায় বচসা শুরু হয়ে যায়। অতিরিক্ত ৫ জনের খাওয়ার খরচ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পরও বরপক্ষ তা মানতে চাননি। বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। এরপরই বরপক্ষের বাড়ির লোকজন কনেপক্ষের বাড়ির লোকজনদের বেধড়ক পেটায়। নিজের বাড়ির লোকজনদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নতুন কনেও। সব মিলিয়ে বউভাত অনুষ্ঠান বানচাল হয়ে যায়। যে সব অতিথিরা ভোজ খেতে এসেছিলেন, তাঁরা পরিস্থিতি বেগতিক দেখে ছুটে পালান। অনুষ্ঠান বাড়িতে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। গোটা বউভাত বাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় বউভাত অনুষ্ঠান।
কী বললেন কনেপক্ষের পরিবারের লোকজন?
কনেপক্ষের পরিবারের সদস্য শেখ জলিল বলেন, ৫০ জন বরযাত্রী আসবে বলে ওরা ৮৫ জন এসেছিলেন। আমরা প্রত্যেককে সম্মান করেছি। আমরা ৫০ জন কনেযাত্রী যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু, ওরা তা মানতে রাজি হয়নি। ওরা ২৫ জন কনেযাত্রী নিয়ে যাওয়ার কথা বলেছিল। আমরা ৩০ জন নিয়ে যাব বলেছিলাম। অতিরিক্ত ৫ জনের যা খাওয়া খরচ হবে, তা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু, ৩০ জন কনেযাত্রী দেখেই আমাদের উপর চড়াও হয়। আমাদের বেধড়ক পেটায়। বেশ কয়েকজন জখমও হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours