মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতে ধসের কবলে হিমাচল প্রদেশ। প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই সঙ্গে বড়বড় গাছ ধসের ফলে উপড়ে গেছে। ১৫০ টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের (Himachal Pradesh University) বিএড পরীক্ষা বাতিল করেছে। সেই সঙ্গে স্নাতকোত্তরবর্ষের ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে সাময়িক ভাবে।
বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
আপাতত ১৪ই অগাস্ট পর্যন্ত বন্ধ থাকার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় (Himachal Pradesh University) কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু রাজ্যের শিক্ষা দফতরের সচিবকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন। আগামী ১৪ই অগাস্ট পর্যন্ত সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় গুলিকে বন্ধ রাখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেন যে রাজ্যে অতিরিক্ত বর্ষণ এবং প্রাকৃতিক পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। আর সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। হিমাচল প্রদেশের শিক্ষা দফতরের সচিব খুব স্পষ্ট করে ছাত্রদের সুরক্ষা এবং নিরপাত্তার কথা ভেবে সরকারের আদেশকে বিজ্ঞপ্তি আকারে জারি করেছেন। রাজ্যের আইটিআই, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনারিং, ফারমাসি, এবং বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধের কথা বলা হয়েছে।
ধসে আহত এক
হিমাচলে শিক্ষা (Himachal Pradesh University) প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি রবিবার অতিভারি বৃষ্টিপাতে একটি বাস ধসের কবলে পড়ে। সেই বাসের টিকিট পরীক্ষক নিজে আহত হয়েছেন বলে জানা গেছে। এর কারণ হল অধিক বৃষ্টির ফলে একটি গাছ বাসের উপর পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। জেলার সারকারি আধিকারিকের তরফে বলা হয়েছে মোট ৪৫২টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। তাঁর মধ্যে ২৩৬টি রাস্তা মান্ডিতে, ৫৯ টি রাস্তা শিমলাতে এবং বিলাসপুরে ৪০ টি রাস্তা অবরুদ্ধ হওয়ার কথা জানা গেছে। শিমলা শহরের দুধলিতে রাস্তার পাশে থাকা তিনটি গাড়িও ধসের কবলে পড়েছে। শিমলা-মাতাউর রাস্তায় ধসের কারণে বিলাসপুর জেলার নামহোলে বেশ কিছু গরু রাখার গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার ধস নামার পর প্রশাসন নয়টি বাড়ি থেকে মানুষকে সরিয়ে নিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours