Asia Cup 2023: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে’তে খেলা

দলে ফিরলেন লোকেশ রাহুল, দেশে ফিরতে হল স্যামসনকে
23CRICKET-TOPsub-facebookJumbo
23CRICKET-TOPsub-facebookJumbo

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যার জেরে হতাশ হয়েছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এরপরে রবিবার ১০ সেপ্টেম্বর রয়েছে  ফের ভারত পাকিস্তানের ম্যাচ (Asia Cup 2023)। এই অবশ্য সমর্থকদের আশার কথাই শুনিয়েছে এশিয়ার ক্রিকেট কাউন্সিল। তারা জানিয়েছে যে বৃষ্টির কারণে যদি ম্যাচ বন্ধ হয়ে যায়, তাহলে যেখান থেকে ম্যাচ বন্ধ হয়ে যাবে, সেখান থেকে আবার সোমবার নতুন করে শুরু হবে ম্যাচ। কিন্তু এটা শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের (Asia Cup 2023) ক্ষেত্রে প্রযোজ্য। সুপার ফোরের অন্য ম্যাচগুলির জন্য এই ব্যবস্থা রাখা হয়নি। অন্যান্য কোনও ম্যাচেরই (Asia Cup 2023) এখনও রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি। আবার ২০২৩ সালের এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল রয়েছে ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে। এই দিন অবশ্য বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আর যদিও বা বৃষ্টি হয় তবে যুগ্ম ভাবে টুর্নামেন্টে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

দলে ফিরলেন লোকেশ রাহুল (Asia Cup 2023)

লোকেশ রাহুলের চোট থাকায়  তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি কিন্তু বর্তমানে ফিট হয়ে যাওয়ায় সঞ্জু স্যামসনকে দেশে ফিরতে হল। সঞ্জু স্যামসনকে কিপার ব্যাটার হিসেবে এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতীয় দলে রাখা হয়েছিল। তবে মূল ১৭ জনের স্কোয়াডে তিনি স্থান পাননি। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন। এদিন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা যায় লোকেশ রাহুলকে (Asia Cup 2023)। টানা ৪৫ মিনিট তিনি কিপিং প্র্যাকটিস করেন। 

সুপার ফোরে কোন কোন দিন খেলা রয়েছে

সুপার ফোরে ২০২৩ এশিয়া কাপে (Asia Cup 2023) খেলছে চারটি দেশ- ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সুপার ফোরের ক্রীড়াসূচি ঠিক এরকম-

৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ (Asia Cup 2023), শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে 

৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১০ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (Asia Cup 2023), কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles