Pannun: পাশে আফজলের ছবি, সংসদ ভবন ওড়ানোর হুমকি দিল খালিস্তানপন্থী নেতা পান্নুন

সংসদ ভবন ওড়ানোর হুমকি খালিস্তানি জঙ্গি নেতার....
new_parliament_f
new_parliament_f

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন (Pannun)। এক ভিডিওবার্তায় বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি জঙ্গি নেতাকে বলতে শোনা যাচ্ছে ১৩ ডিসেম্বরের আগে ভারতের সংসদ ভবন ওড়ানোর কথা। প্রসঙ্গত, ২০০১ সালে ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল দেশের সংসদ ভবনে। সেই ঘটনার ২২ বছর পূর্তি হতে চলেছে আগামী ১৩ ডিসেম্বর। তার আগেই পান্নুনের (Pannun) এই ভিডিওবার্তা সামনে এল।

পান্নুনের ভিডিও বার্তায় আফজল গুরুর পোস্টার

এদিন পান্নুনের (Pannun) যে ভিডিওবার্তা সামনে এসেছে, সেখানে দেশের সংসদ ভবন হামলার অন্যতম মূল অভিযুক্ত আফজল গুরুর একটি পোস্টার দেখা যাচ্ছে। ওই ভিডিওবার্তার ক্যাপশনে লেখা রয়েছে, 'দিল্লি বনেগা খালিস্তান'। অর্থাৎ দিল্লিও হবে খালিস্তান। ভিডিওবার্তায় পান্নুন (Pannun) আরও বলছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাকে খুন করার। ভিডিওবার্তায় এদিন পান্নুন বারংবার জোর দিয়ে বলতে থাকে, ‘‘১৩ ডিসেম্বর-এর আগে অথবা ১৩ ডিসেম্বর, সংসদ ভবনে হামলা হবেই।’’ বর্তমানে শীতকালীন অধিবেশন চলছে সংসদ ভবনে। যা শুরু হয়েছে গত সোমবার থেকেই। সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

সংসদের নিরাপত্তা বিষয়ে উচ্চ সতর্কতা জারি

পান্নুনের ভিডিও সামনে আসতেই সংসদের নিরাপত্তার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্র। নয়া সংসদ ভবনেই চলছে শীতকালীন অধিবেশন। ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির হল সংসদ। সেই সংসদ ভবনে সারা বছর ধরেই জোরদার নিরাপত্তার বলয় থাকে। তবুও নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের ধারণা, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশ মতো কাজ করছে পান্নুন (Pannun)। কাশ্মীর-খালিস্তান ইস্যুতে ভারতে অশান্তি ছড়ানোই পাক সংস্থার মূল উদ্দেশ্য। এদিন পান্নুনের ভিডিওতে আফজল গুরুর ছবি সেই যোগসূত্রের প্রমাণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের সময়ও এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles