Malda: লোকসভার প্রচারে দেওয়াল লিখন শুরু, শ্রীরূপার হয়ে ময়দানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিজেপি প্রার্থীর হয়ে দক্ষিণ মালদা লোকসভা ভোটের প্রচারে মানিক সাহা…
Untitled
Untitled

মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মালদায় (Malda) দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার সফরে দেওয়াল লিখন কর্মসূচি করলো বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকাল থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করে বিজেপির মালদা জেলা নেতৃত্ব। রাজ্যে লোকসভার ভোটের প্রচারে একধাপ এগিয়ে বিজেপি। মালদা উত্তরের লোকসভা প্রার্থী হয়েছেন ২০১৯ সালের বিজপির জয়ী প্রার্থী খগেন মুর্মু এবং অপরদিকে মালদা দক্ষিণ ইংরেজ বাজার লোকসভার প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র। দুজনেই জয় বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী। ২০২৪ সালের লোকসভা জন্য এখনও পর্যন্ত সারা দেশে ১৯৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর এই রাজ্যের মোট ২০ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি।   

কী বললেন মানিক সরকার (Malda)?

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার মালদায় (Malda) এদিন বলেন, “আমাদের অভিভাবক হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত শক্ত করাটা সবথেকে বেশি দরকার। দেশকে শাক্তিশালী করতে হলে শক্তসবল সরকার দরকার। পার্টির নির্দেশে আমি আজ মালাদায় এসেছি। দল যা বলবে, আমাদের কাজ সেই অনুসারে প্রচার করা। আগামী লোকসভার নির্বাচনে বিজেপি ৩৭৫ টি আসনের বেশি পাবে।”

দেওয়াল লিখন কর্ম সূচিতে মানিক সরকার

এদিন ইংরেজবাজার (Malda) শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের গির্জা মোড়ে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি এদিন শিবরাত্রি উপলক্ষে ইংরেজবাজার পুরসভার ঝলঝলিয়া এলাকার শিব মন্দিরে পুজো দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আবার ওই এলাকাতেই কয়েকজন দুঃস্থ মানুষের সঙ্গেও বাড়িতে গিয়ে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিন বিজেপির জেলা নেতৃত্ব ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, ইংরেজবাজার পুরসভার বিজেপি দলের কাউন্সিলর সুতপা মুখার্জি, দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসরথি ঘোষ সহ দলের জেলা নেতৃত্ব।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles