মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাজ্যের ৩ জেলায়, চারটি স্থানে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in Bengal)। শনিবার রাতেই তিনি পা রাখেন কলকাতায়। রাত্রিবাস করেন রাজভবনে।
কোথায় কোথায় সভা
বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) তাঁর প্রথম জনসভাটি করবেন রবিবার সকাল ১১ টা৩০ নাগাদ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় সভাটি হবে চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। জানা গেছে নরেন্দ্র মোদির চুঁচুড়ার সভাটি হবে দুপুর একটা নাগাদ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এর পরের জনসভা রয়েছে পুড়শুড়াতে। বিজেপি সূত্রে খবর, ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছবেন দুপুর আড়াইটা নাগাদ। এই সভায় তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের এর সমর্থনে সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ সভাটি হবে হাওড়া সাঁকরাইলে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে। বিজেপি সূত্রে খবর, বিকাল ৪টা নাগাদ এই সভাস্থলে পৌঁছাবেন তিনি। প্রসঙ্গত যে চার জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন এই আসনগুলিতে, সেগুলির ভোট রয়েছে আগামী ২০মে।
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এ নিয়ে নবমবার রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এ নিয়ে নবমবার রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী। সোমবারই অনুষ্ঠিত হবে চতুর্থ দফার নির্বাচন। তার আগে বাংলায় পরপর চারটে হাইভোল্টেজ সভা বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, শনিবার ঝাড়খণ্ডের ছাতরার জনসভা সেরে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নামার পরেই যান নিয়ন্ত্রণ করা হয়, উল্টোডাঙা উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাস-এর রাস্তায়। রবিবার সভা শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) ফিরে যাবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours