মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চমদফা নির্বাচনের আগে ফের আরও এক অডিও ভাইরাল হয়েছে। এবার ঘটনার কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই লোকসভা কেন্দ্রের দুইজন তারকা প্রার্থী। এক দিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবং অপরে তৃণমূলের প্রার্থী দেব। একটি অডিও (DEV) এবার প্রকাশ্যে এনেছেন বিজেপি প্রার্থী। যদিও মাধ্যম এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। হিরণের দাবি, চাকরির জন্য ৯ লক্ষ টাকা দিয়েছে এক মহিলা। দেব-ঘনিষ্ঠ এই চক্রের সঙ্গে যুক্ত। চাকরি না মেলায় এবার টাকা ফেরত চান ওঁই মহিলা। মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ এই ভিডিওতে উঠে এসেছে। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভিডিওর বক্তব্য (DEV)
হিরণ যে অডিও (DEV Video) টি সামনে এনেছেন তাতে রয়েছে-
মহিলাঃ দেব দা কেমন আছেন?
দেবঃ ভালো আছি, তুমি কেমন আছো?
মহিলাঃ একদম ভালো আছি দাদা। দেবদা (DEV) একটা ছোট বিষয় ছিল। সমস্যার সমাধান হচ্ছে না, তাই ফোন করতে বাধ্য হলাম। রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল। চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নই। সমস্যার সমাধান চাই।
দেবঃ বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখছি।
আরও পড়ুনঃপূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই
দেবের বক্তব্য
তৃণমূল প্রার্থী দেব এই বিষয়ে বলেন, “মহিলার কণ্ঠস্বর (DEV Video) এডিট করা হয়েছে। বিজেপি ভোটের মুখে অপপ্রচার করছে। এই সব কাজের ভিত্তি নেই, মিথ্যা। দরকার হলে এবার মামলা করব।” অপর দিকে তৃণমূল নেতা এবং দেব ঘনিষ্ঠ রামপদ মান্না বলেছেন, “এটা বিজেপির চক্রান্ত, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” আবার বিজেপি প্রার্থী হিরণ বলেন, “দেব সবটাই জানেন, চাকরি বিক্রি করার একটা চক্র চলছে। মানুষ সাহস করে মুখ খুলছে। তৃণমূলের সর্বত্র স্তরে দুর্নীতি ঢুকে রয়েছে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours