IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

RCB vs CSK: কোন সমীকরণে চেন্নাইকে হারালে প্লে-অফে বেঙ্গালুরু? লখনউ-এর কাছে হেরে ‘লাস্ট বয়’ হার্দিকরা
parliament_-_2024-05-18T121038966
parliament_-_2024-05-18T121038966

মাধ্যম নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বনাম বিরাট কোহলি (Virat Kohli)! সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেটের সেরা দুই মুখ। শনিবাসরীয় সন্ধ্যায় চলতি আইপিএলে (IPL 2024) এটাই হতে পারে ক্রীড়া বিনোদনের সেরা উপকরণ। অনেকেই মনে করছেন এটা আইপিএলের কোয়ার্টার ফাইনাল (RCB vs CSK)। যে জিতবে শিকে ছিঁড়বে তার কপালেই। তবে প্লে-অফে উঠতে গেলে শুধু জিতলেই হবে না। কোহলিদের বড় ব্যবধানে জিততে হবে। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ। লড়াই চতুর্থ স্থানের জন্য। 

ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ

আজ, শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের (IPL 2024) দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। অনেকে মনে করছেন আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আগামী বছর আর হয়ত হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন না মাহি। 

আরসিবি-র সমীকরণ

চলতি আইপিএলে (IPL 2024) শুরুটা  ভাল না হলেও টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র (RCB vs CSK) প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে।  প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।

আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

আইপিএল পয়েন্ট টেবিলে শেষে মুম্বই

আইপিএলের (IPL 2024) শেষ ম্যাচেও ভাগ্য বদলাল না মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠে হেরে গেল হার্দিকরা। লিগের ‘লাস্ট বয়’ হিসাবেই আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, লখনউ জিতেও প্লে-অফে উঠতে পারল না। রান রেটের কারণেই ছিটকে গেল লোকেশ রাহুলরা। আগে ব্যাট করে লখনউয়ের তোলা ২১৪/৬-এর জবাবে মুম্বই থামল ১৯৬/৬ স্কোরে। জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনউয়ের মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে এমনিই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, আরসিবি জিতলে ১৪ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেট চেন্নাইয়ের থেকে ভাল হয়ে গেলে তারাই চতুর্থ স্থানে শেষ করবে। রান রেটে লখনউ শেষ করেছে দিল্লিরও নীচে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের শেষ পাঁচে রয়েছে যথাক্রমে দিল্লি, লখনউ, গুজরাট, পাঞ্জাব, মুম্বই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles