PM Modi: গত অর্থবর্ষে প্রতিরক্ষায় ১.২৭ লক্ষ কোটি টাকার উৎপাদন, জানালেন প্রধানমন্ত্রী মোদি

Make in India: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের সুফল, প্রতিরক্ষায় রফতানির অঙ্ক ছুঁয়েছে ২১,০০০ কোটি টাকা...
Narendra_Modi_(1)
Narendra_Modi_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির প্রাক্কালে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানালেন ২০২৩-২৪ অর্থবর্ষে ১.২৭ লক্ষ কোটি টাকার উৎপাদন হয়েছে প্রতিরক্ষা খাতে। এই ক্ষেত্রে রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিগত ১০ বছরে ১ হাজার কোটি থেকে বেড়ে ২১,০০০ কোটি টাকা হয়ে গিয়েছে রফতানির অঙ্ক। প্রতিরক্ষা ক্ষেত্রে এখন আক্মনির্ভর ভারত। 

সাফল্যের খতিয়ান

গুজরাটের বরোদায় সম্প্রতি সি-২৯৫ এয়ারক্রাফট উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজের সঙ্গে ওই কেন্দ্র উদ্বোধনের পরই এই খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মাত্র দু’বছরে এই পুরো পরিকল্পনা রূপায়ন করা হয়েছে। মোদি বলেন, ‘‘এখানে তৈরি সি-২৯৫ বিমানগুলি ভবিষ্যতে রফতানিও করা হবে। আমার বিশ্বাস, টাটা-এয়ারবাসের যৌথ উদ্যোগে বিমান তৈরি শুরু হলে ভারত-স্পেন সম্পর্ক আরও শক্তিশালী হবে। সেই সঙ্গে পুষ্ট হবে ‘মেক ইন ইন্ডিয়া, (Make in India) মেক ফর দ্য ওয়ার্ল্ড’ মিশনও।’’ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কীভাবে অগ্রগতি হচ্ছে, সেই খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ৩ বছরে অন্তত ১২,৩০০টি পণ্য ভারতে উৎপাদন করা সম্ভব হয়েছে। দেশে তৈরি যুদ্ধজাহাজ চালু হয়েছে, ভারতে তৈরি মিসাইলও নজর কাড়ছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ভারতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেটের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

আত্মনির্ভরতার পথে

কেন্দ্রে নরেন্দ্র মোদি (PM Modi) সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার আত্মনির্ভর (Make in India) হওয়ার কথা বলেছেন। সেই পথেই যে আরও একধাপ এগোল ভারত, সে কথা এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট-আপ সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অপেক্ষা করছে। ইতিহাসের অংশ হতে আসুন আপনারাও। দরজা খোলা রইল। উল্লেখ্য, ২০২১ সালে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য এয়ারবাসের সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। সেই মতো স্পেন থেকে ১৬টি বিমান আমদানি করা হয়। স্থির হয়, বাকি ৪০টি বিমান বানানো হবে ভারতেই। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে ভারতেই তৈরি হবে এই বিমান। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles